মমতার মতো হতে চান বাহা

tista roychowdhury |

Feb 06, 2021 | 3:32 PM

শুক্রবারই তৃণমূলে যোগ দেন দীপঙ্কর দে, ভরত কল-সহ অনেকে

মমতার মতো হতে চান বাহা

Follow Us

কলকাতা: রাজনীতি-গ্ল্যামার দুনিয়ার সম্পর্ক বেশ প্রাচীন। তৃণমূলের সঙ্গে টলিউডের সম্পর্কও নতুন নয়। তবে ২০২১ নির্বাচনের আগে দলে সেলিব্রিটি যোগদানের ক্ষেত্রে তৃণমূল-বিজেপির যেন প্রতিযোগিতা চলছে। শুক্রবার দীপঙ্কর দে, ভরত কলের মতো প্রবীণ অভিনেতাদের পর শনিবার তৃণমূলে যোগ দিলেন শ্রীতমা, রণিতা, দিশা, সৌপ্তিকদের মতো টলিউডের এক ঝাঁক নবীন শিল্পী।

কিছুদিন আগেই সৌরভ দাস, কৌশানির মতো তরুণ অভিনেতা – অভিনেত্রীদের যোগ দিতে দেখা গিয়েছে জোড়া ফুল শিবিরে। এরপর শনিবার শাসক শিবিরে যোগ দিলেন শ্রীতমা, রণিতা, দিশা রায় চৌধুরী ও সৌপ্তিক চক্রবর্তীরা। এদিন তৃণমূল নেত্রী দোলা সেনের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন এই শিল্পীরা।

আরও পড়ুন: টোটো কেলেঙ্কারি নিয়ে শোভনের অভিযোগের জবাব দেবশ্রীর

‘বাহা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতা। ‘মা’ ধারাবাহিকের পর থেকে শ্রীতমাকেও চেনেন অনেকেই। ‘জয় বাবা লোকনাথ’ ধারাবাহিকের অভিনেতা সৌপ্তিক ও ‘মহাপ্রভু’ তে অভিনয় করা দিশার জনপ্রিয়তাও উল্লেখযোগ্য।

দোলা সেনের হাত ধরে তৃণমূলে যোগ রণিতা-শ্রীতমাদের

এ দিন তৃণমূলে যোগ দিয়ে রণিতা বলেন, “প্রথম থেকেই তৃণমূলকে ভালোবাসতাম, দিদিকে পছন্দ করতাম। আজ থেকে সদস্য হলাম। দিদি একেবারে মাটির মানুষ। আগামী দিনে দিদির মতো হতে চাই।” শ্রীতমা বলেন, “কেরিয়ারের শুরু থেকে মমতা বন্দোপাধ্যায়কে পাশে পেয়েছি।” অভিনেত্রী জানান, তাঁর বাবা সমাজসেবী ছিলে। তাই তিনিও এই দলের সঙ্গে থেকে সমাজের কাজ করতে চান।

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে প্রথম দিন, শাশুড়ি মায়ের কোলে বসিয়ে বরণ হল তৃণার

শুক্রবার ব্রাত্য বসুর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন দীপঙ্কর দে, ভরত কল, ছোটপর্দার শিল্পী লাভলি মিত্র ও গায়িকা তথা রশিদ খানের মেয়ে শাওনা খান। ব্রাত্য বসুর মতে, শিল্পীরা দেখছেন যে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেই কি হয়, তাই তাঁরা আতঙ্কিত। শাওনা খানের মতো শিল্পীদের পিছনে অনেকের লম্বা লাইন আছে বলেও মন্তব্য করেন ব্রাত্য। গ্রেটা থুনবার্গ, রিহানার ঘটনার উদাহরণ টেনে ব্রাত্য বসু শুক্রবার বলেন, “শিল্পীরা বুঝতে পারছেন যে কেন্দ্রীয় সরকার যা করছে, তার থেকে পরিত্রাণের উপায় একটাই, তার নাম মমতা বন্দোপাধ্যায়।”

 

Next Article