শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা দেবশ্রীর

সৌরভ পাল |

Feb 06, 2021 | 2:28 PM

আলিপুরে ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানি মামলার উত্থাপন করলেন দেবশ্রী রায়ের আইনজীবী তমাল মুখোপাধ্যায়।

Follow Us

কলকাতা: রায়দিঘির তৃণমূল বিধায়ক তথা বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debasree Roy) ভাবমূর্তি ‘নষ্ট’ করেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। এই অভিযোগেই শনিবার আলিপুরে ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ডালিয়া ভট্টাচার্যের এজলাসে মানহানি মামলার উত্থাপন করলেন দেবশ্রী রায়ের আইনজীবী তমাল মুখোপাধ্যায়। তিনি বলেন, “শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় টেলিভিশনে কিছু নক্কারজনক মন্তব্য করেছেন। দেবশ্রী রায় একজন জনপ্রতিনিধি, অভিনেত্রী এবং পশুপ্রেমী। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। সে কারণেই আজ তিনি মামলা দায়ের করেছেন। আদালত মামলা গ্রহণ করেছেন।”

আদালত চত্বর থেকে বেরিয়ে দেবশ্রী রায় বলেন, “আমার বিধানসভায় গিয়ে আমার সম্পর্কে যা নয় তাই বলে এসেছে। আমাকে বলা হয়েছে, আমি অপদার্থ এমএলএ। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আজ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করলাম।”

আরও পড়ুন: ফের অঙ্গদানে নজির বাংলার, প্রৌঢ়ার অঙ্গে নতুন জীবন চারজনের

বৈশাখীর বিরুদ্ধে দেবশ্রীর অভিযোগ, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। তাঁর কথায়, “বৈশাখী দেবী বলেছেন, আমি রাজনীতিতে নেই, অভিনয়েও নেই। আমি নাকি আমফানের পর দেশপ্রিয় পার্কে গান গেয়েছি।” বৈশাখীকে দেবশ্রীর পাল্টা প্রশ্ন, “আমি গান গাই বা নাচি, সেটা আমার পেশা। কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে পারেন না। আর ছবি করছি কি করছি না, সেটাও আমার ব্যক্তিগত পছন্দ।”

আরও পড়ুন: ‘যার মান নেই তাঁর আবার কিসের মানহানি’, শুভেন্দু-অভিষেকের পত্রযুদ্ধ চরমে

অতি সম্প্রতি, রায়দিঘিতে গিয়ে প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়ও। টোটো কেলেঙ্কারির অভিযোগ তুলে সরাসরি বিঁধেছিলেন দেবশ্রীকে। এতদিন চুপ করে থাকার পর শনিবার শোভনের আক্রমণের জবাবে দেবশ্রী বলেন, “উঁনি গিয়ে বলেছেন টোটো কেলেঙ্কারির পয়সা নিয়ে আমি পালিয়েছি। কিন্তু যে আসল আসামী, তাঁকে আমি হাজতবাস করিয়েছি। ৬ মাস জেলে থাকার পর এখন সে ফেরার। জামিনে ছাড়া পেয়েছিল। পুলিশ তাকে পেলে আবার গ্রেফতার করবে।” এতদিন চুপ করে থাকলেও যেভাবে তাঁকে ‘কালিমালিপ্ত’ করা হয়েছে তার প্রত্যুত্তরেই এই মানহানির মামলা করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেবশ্রী রায়।

কলকাতা: রায়দিঘির তৃণমূল বিধায়ক তথা বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debasree Roy) ভাবমূর্তি ‘নষ্ট’ করেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee)। এই অভিযোগেই শনিবার আলিপুরে ২ নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ডালিয়া ভট্টাচার্যের এজলাসে মানহানি মামলার উত্থাপন করলেন দেবশ্রী রায়ের আইনজীবী তমাল মুখোপাধ্যায়। তিনি বলেন, “শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় টেলিভিশনে কিছু নক্কারজনক মন্তব্য করেছেন। দেবশ্রী রায় একজন জনপ্রতিনিধি, অভিনেত্রী এবং পশুপ্রেমী। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। সে কারণেই আজ তিনি মামলা দায়ের করেছেন। আদালত মামলা গ্রহণ করেছেন।”

আদালত চত্বর থেকে বেরিয়ে দেবশ্রী রায় বলেন, “আমার বিধানসভায় গিয়ে আমার সম্পর্কে যা নয় তাই বলে এসেছে। আমাকে বলা হয়েছে, আমি অপদার্থ এমএলএ। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। আজ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানি মামলা করলাম।”

আরও পড়ুন: ফের অঙ্গদানে নজির বাংলার, প্রৌঢ়ার অঙ্গে নতুন জীবন চারজনের

বৈশাখীর বিরুদ্ধে দেবশ্রীর অভিযোগ, তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। তাঁর কথায়, “বৈশাখী দেবী বলেছেন, আমি রাজনীতিতে নেই, অভিনয়েও নেই। আমি নাকি আমফানের পর দেশপ্রিয় পার্কে গান গেয়েছি।” বৈশাখীকে দেবশ্রীর পাল্টা প্রশ্ন, “আমি গান গাই বা নাচি, সেটা আমার পেশা। কেউ আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করতে পারেন না। আর ছবি করছি কি করছি না, সেটাও আমার ব্যক্তিগত পছন্দ।”

আরও পড়ুন: ‘যার মান নেই তাঁর আবার কিসের মানহানি’, শুভেন্দু-অভিষেকের পত্রযুদ্ধ চরমে

অতি সম্প্রতি, রায়দিঘিতে গিয়ে প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়ও। টোটো কেলেঙ্কারির অভিযোগ তুলে সরাসরি বিঁধেছিলেন দেবশ্রীকে। এতদিন চুপ করে থাকার পর শনিবার শোভনের আক্রমণের জবাবে দেবশ্রী বলেন, “উঁনি গিয়ে বলেছেন টোটো কেলেঙ্কারির পয়সা নিয়ে আমি পালিয়েছি। কিন্তু যে আসল আসামী, তাঁকে আমি হাজতবাস করিয়েছি। ৬ মাস জেলে থাকার পর এখন সে ফেরার। জামিনে ছাড়া পেয়েছিল। পুলিশ তাকে পেলে আবার গ্রেফতার করবে।” এতদিন চুপ করে থাকলেও যেভাবে তাঁকে ‘কালিমালিপ্ত’ করা হয়েছে তার প্রত্যুত্তরেই এই মানহানির মামলা করেছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেবশ্রী রায়।

Next Article