করোনার চতুর্থ ওয়েভ, এক সপ্তাহেই আক্রান্ত ৭০ হাজার, মৃত ২ হাজার
এক সপ্তাহেই আক্রান্ত ৭০ হাজার মানুষ।
করোনার চতুর্থ ওয়েভ (Fourth Wave), এক সপ্তাহেই আক্রান্ত ৭০ হাজার মানুষ। মৃত অন্তত ২ হাজার। করোনার চোখরাঙানিতে আশঙ্কায় আমেরিকা। কী পরামর্শ চিকিৎসকদের? প্রসঙ্গত, করোনার নতুন ঢেউ নিয়ে চিন্তায় ভারতও। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে নতুন করে শুরু হয়েছে লকডাউন(Lockdown)।
Published on: Mar 02, 2021 01:41 PM
Latest Videos