CISF-এর বাধা পেরিয়ে রাকেশের বাড়িতে পুলিশ

sreejayee das

|

Updated on: Feb 23, 2021 | 6:29 PM

প্রাথমিকভাবে লালবাজারের কর্তাদের বাধা দিলেও পরবর্তীতে সাত জন পুলিশকে ভিতরে ডুকতে দিতে বাধ্য হন তাঁরা।

মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য বিজেপির হেভিওয়েট নেতা রাকেশ সিংয়ের (BJP Leader Rakesh Singh) বাড়িতে পুলিশ (Kolkata Police)। তবে রাকেশের বাড়িতে পুলিশকে ঢুকতে বাধা দিচ্ছে সিআইএসএফ। প্রাথমিকভাবে লালবাজারের কর্তাদের বাধা দিলেও পরবর্তীতে সাত জন পুলিশকে ভিতরে ডুকতে দিতে বাধ্য হন তাঁরা।