‘হাত, পা ভেঙে আমিই চিকিৎসা করব’, হুঙ্কার সুশান্ত ঘোষের
শোনা যাচ্ছে, আসছে বিধানসভা নির্বাচনে টিকিটও পেতে পারেন সিপিএম-র এককালের দাপুটে নেতা সুশান্ত ঘোষ।
দীর্ঘ কয়েক বছর বাদে নিজের ভিটেয় আসার সুযোগ পেয়েছিলেন গত বছরের শেষেই। শোনা যাচ্ছে, আসছে বিধানসভা নির্বাচনে টিকিটও পেতে পারেন সিপিএম-র এককালের দাপুটে নেতা সুশান্ত ঘোষ। ভোট লড়লে তিনিও যে তৃণমূল বা বিজেপি কাউকেই রেয়াত করবেন না সে কথাই যেন এ বার বুঝিয়ে দিলেন বাম আমলের প্রাক্তন মন্ত্রী। গলা উঁচিয়ে ‘হুমকি’ দেওয়ার তাঁর একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে তৃণমূল ও বিজেপি কর্মীদের উদ্দেশে হুমকি দিতে শোনা গিয়েছে। পাশাপাশি মাওবাদীদের নিয়েও ইঙ্গিরপূর্ণ মন্তব্য করেন তিনি। বিরোধীদের অভিযোগ, দলের প্রচারের আড়ালে হুমকি দিচ্ছেন তিনি।
Latest Videos