একুশের ভোটে তারার লড়াই? কোন ফুলে কে প্রার্থী?

ishita marick

| Edited By: সৌরভ পাল

Updated on: Mar 03, 2021 | 11:28 AM

একুশের বিধানসভা ভোটে তারকা থেকে ক্রীড়াবিদ বহু নতুন মুখের সম্ভাবনা ( West Bengal Election 2021)।

একুশের বিধানসভা নির্বাচনে জোড়াফুল ও পদ্মশিবিরে এবার তারকা বনাম তারকার লড়াই। কারা কারা প্রার্থী হতে পারেন? তৃণমূল সূত্রের খবর, ৮০ বয়সের কেউ এবার আর দলের টিকিট পাবেন না। বরং তারকা প্রার্থীদেরই ওপর জোর তৃণমূলের। প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। উল্টোদিকে পদ্মশিবিরেও একঝাঁক তারকার যোগদানে সম্ভবনা বাড়ছে তাঁদের প্রার্থী হওয়ার।

 

 

 

 

Published on: Mar 02, 2021 11:42 PM