West Bengal Assembly Elections 2021 । ৪টে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ৭টা থেকে খেলা শুরু: অনুব্রত মণ্ডল
ছবি - টিভি নাইন বাংলা

West Bengal Assembly Elections 2021 । ৪টে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা, ৭টা থেকে খেলা শুরু: অনুব্রত মণ্ডল

Debasmita Chakraborty | Edited By: sreejayee das

Feb 27, 2021 | 12:35 PM

ভোট আরও কাছে আসতেই সেই খেলার কথা হুঁশিয়ারির সুরে বললেন অনুব্রত।

ভোট ঘোষণার অনেক আগে থেকেই নেতা-কর্মীদের মুখে মুখে ‘খেলা হবে’ স্লোগান। আর ভোট আরও কাছে আসতেই সেই খেলার কথা হুঁশিয়ারির সুরে বললেন অনুব্রত (Anubrata Mondal)। সিউড়িতে দাঁড়িয়ে কড়া হুঙ্কার দিলেন তিনি।

শুক্রবারই ঘোষণা হল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আর তার আগেই অনুব্রত বলে দিলেন, ভোট ঘোষণার পরের দিন থেকেই হবে খেলা। এ দিন ভোট ঘোষণার কিছুক্ষণ আগেই সিউড়িতে তৃণমূলের সভায় দাঁড়িয়ে অনুব্রত বলেন, “আজ ইলেকশন ঘোষণা। কাল থেকে খেলা হবে। খেলা বন্ধ হবে না।” এদিন সভা শেষে সাংবাদিক দের মুখোমুখি হয়েও খেলার হুঙ্কার দেন অনুব্রত। বলেন, “নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবে সাড়ে ৪ টেয় আর আমরা ৭ টা থেকে খেলা শুরু করে দেব। যেখানে যেমন সেখানে তেমন খেলা হবে। আর খেলায় আমরাই জয়লাভ করব। গৃহবন্দি করুক আর যমের দুয়ারে নিয়ে যাক, কিছু যায় আসে না৷”

 

Published on: Feb 26, 2021 10:36 PM