West Bengal Assembly Elections 2021 ।জেলা কেটে কেটে ভোট, পিকিউলিয়ার: কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
মালদায় সপ্তম ও অষ্টম দফায় ভোট, কী বলছেন ভূমিপুত্র কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী?
মালদায় সপ্তম ও অষ্টম দফায় ভোট, কী বলছেন ভূমিপুত্র কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী? ৮ দফায় ভোট নিয়ে তাঁর মন্তব্য, এই প্রথম ৮ দফায় ভোটের ঘোষণা হল। প্রথমবার জেলা কেটে কেটে ভোট করার ঘোষণা হল। ‘পিকিউলিয়ার’ বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে প্রত্যয়ী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য, মালদায় কোনও ঝড় উঠবে না। নেত্রী যেভাবে গুছিয়ে দেবেন, সেভাবেই কাজ হবে।
Published on: Feb 26, 2021 10:28 PM