ব্রিগেডে ভাইজানের দাদাগিরি, কংগ্রেসকে বার্তা মমতাকে হুঁশিয়ারি, কে এই আব্বাস?
ছবি - টিভি নাইন বাংলা

ব্রিগেডে ভাইজানের ‘দাদাগিরি’, কংগ্রেসকে বার্তা মমতাকে হুঁশিয়ারি, কে এই আব্বাস?

Debasmita Chakraborty |

Mar 02, 2021 | 12:39 PM

ইতিমধ্যেই আইএসএফের সঙ্গে জোট সমঝোতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সিপিএম (CPIM)।

একুশের নির্বাচনে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি (BJP)। অন্যদিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল। ২০১৬ সালের জোট থেকে শিক্ষা নিয়ে এবারেও কংগ্রেসকে পাশে চাইছে সিপিএম। তবে তার সঙ্গে নতুন দল এই জোটে প্রাধান্য পেয়েছে, সেটা হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)। ইতিমধ্যেই আইএসএফের সঙ্গে জোট সমঝোতা প্রায় চূড়ান্ত করে ফেলেছে সিপিএম। কিন্তু কংগ্রেসের সঙ্গে তাদের জোট জট অব্যাহত। এই প্রেক্ষিতে ব্রিগেডের সভায় দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির ভাষণ এবং তাঁর দলের সঙ্গে বাম-কংগ্রেসের জোট নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিস্তর আলোচনা। কিন্তু কে এই আব্বাস সিদ্দিকি? হুগলির পিরজাদা থেকে রাজনৈতিক নেতা, আব্বাসের উত্থানই কীভাবে? তার আগে দেখে নিতে হবে বঙ্গ সংস্কৃতি ধর্মে ফুরফুরার প্রভাব কী?