বাংলায় জয় শ্রীরাম না বললে কি পাকিস্তানে বলবে?

sreejayee das

|

Updated on: Feb 11, 2021 | 7:48 PM

“বিজেপি ক্ষমতায় এলে মানুষ তো ছাড়ুন, একটি পাখিও ঢুকতে পারবে না।”

সভাস্থলের ওপর নির্ভর করে রাজনৈতিক বক্তব্যের প্রাসঙ্গিকতা। উত্তরবঙ্গের শাহি বক্তব্যে স্বাভাবিকভাবেই যে অনুপ্রবেশ ইস্যু উঠে আসবে, তা প্রত্যাশিতই ছিল। আর রাজনীতির কুশীলবদের সে অনুমান সত্যি করে এই ইস্যুতেই শাসক শিবির তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । অনুপ্রবেশ থেকে নারায়ণী রেজিমেন্ট, রাজবংশী থেকে চা বাগান-সবই উঠে এল বক্তৃতায়। প্রসঙ্গ উত্থাপন, উন্নয়নের একগুচছ প্রতিশ্রুতিতে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করলেন উত্তরবঙ্গবাসীর মন। তবে বক্তব্যের শুরুর পর্বে বললেন, “বিজেপি ক্ষমতায় এলে মানুষ তো ছাড়ুন, একটি পাখিও ঢুকতে পারবে না।”