Malmas: শেষের পথে অগ্রহায়ণ আসছে পৌষ, এই সময় কেন শুভ কাজ করা উচিত নয় জানেন?

Poush: পৌষ, চৈত্র এই মাসগুলো পঞ্জিকা মতে মল মাস। যে কারহণে এই মাসে কোনও শুভ কাজ হয় না

Malmas: শেষের পথে অগ্রহায়ণ আসছে পৌষ, এই সময় কেন শুভ কাজ করা উচিত নয় জানেন?
জানুন কেন পৌষ মাস মলমাস
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2021 | 8:30 PM

সূর্য ও চন্দ্রের অবস্থানের ওপর নির্ভর করে হিন্দুদের বর্ষপঞ্জি তৈরি হয়। চন্দ্রপথ কে ২৮ ভাগে ভাগ করে এক একটি ভাগের নামে একটি নক্ষত্র কে রাখা হয়েছে। যেমন- আশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিনী, মৃগশিরা, আর্দ্রা, পুনর্বসু ইত্যাদি। চলমান লক্ষত্রের নাম থেকেই বিভিন্ন বাংলা মাসের নামকরণ করা হয়েছে।

যে চান্দ্র মাসে সূর্য একটি রাশি থেকে অন্য রাশিতে গমন করে না, পুরো মাস জুড়ে একটি নির্দিষ্ট রাশিতে অবস্থান করে সেই মাসের নাম পরবর্তী মাসের নাম অনুসারেই হয়। আর এর সাথে পরের মাসে অধিক শব্দটি ও বসে যায়। এই অধিক মাস টিকেই বলা হয় মল মাস।

মল মাসের অর্থ হল মলিন মাস বা অতিরিক্ত মাস। যেহেতু এই মাসে কোনও পালনীয় তিথি থাকে না তাই এই মাসে কোনও বৈদিক কর্মকাণ্ড হয় না। সেই জন্য এই মাসকে মল মাস বলা হয়। এছাড়াও যে মাসে দুটো অমাবস্যা কিংবা দুটো পূর্ণিমা থাকে সেই মাসকেও বলা হয় মল মাস। মল হল অশুভ শব্দ। যে কারণে এই মল মাসে কোনও বিয়ে, অন্নপ্রাশন কিংবা গৃহপ্রবেশের কোনও অনুষ্ঠান হয় না।

এবছর ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে সূর্য। শেষ হবে ১৪ জানুয়ারি। আর তারপর মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। এই একমাস হল পৌষমাস। মলমাস।

এই মাসে যা যা করবেন

এই মাসে বাড়িতে কৃষ্ণর পুজো করতে পারেন। ভাল ফল পাবেন। যেহেতু এই মাস হল কৃষ্ণের মাস।

এই মাসে দান-ধ্যান করাও খুব পুণ্যের। আর তাই অবশ্যই স্বার্থ ছাড়া দান করুন, ভাল ফল পাবেন।

মলমাসে তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে গৃহস্থের মঙ্গল হয়। এছাড়াও সন্ধ্যেবেলা তচুলসী তলায় প্রদীপ জ্বালুন। এতে জীবনের সব সমস্যা দূর হবে।

মলমাসে সূর্যের পুজো করুন। এই সময় সূর্যের তেজ কম থাকে। আর তাই সূর্যকে পুজো দিন। সূর্যের বিশেষ প্রসাদ প্রতি রবিবনার নিবেদন করুন।

এই মাসে গোরুর পুজো করুন। অনেকেই এই মাসে গোয়ালে পুজো করেন। নতুন ধানের গোলাতেও হয় পুজো। বাড়িতে বাড়িতে পিঠে তৈরি হয়। সেই সঙ্গে গুড়, ছোলা খৎেতে দেওয়া হয় গোরুকে।

এই মাসে কিন্তু কোনও শুভ কাজ বিয়ের অনুষ্ঠান, গৃহপ্রবেশ কিংবা এনগেজমেন্টের আয়োজন করবন না।

আরও পড়ুন: Sun Worship Tips: রবিবারে সূর্য দেবতার পুজো করার সময় কোন বিষয়গুলির খেয়াল রাখবেন, দেখে নিন এক নজরে