AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Garuda Purana: নরক বা স্বর্গ কোথাও নয়, অকাল মৃত্যুতে জানেন আত্মার ঠাঁই কোন জায়গায় হয়? গরুড় পুরাণ বলছে…

হিন্দুধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে, মৃত্যুর পর আত্মা হয় স্বর্গ, না হয় নরকে যায়। যদি কোনও ব্যক্তির অকাল মৃত্যু হয়, তা হলে তাঁর ঠাঁই কোথায় হয় জানেন?

Garuda Purana: নরক বা স্বর্গ কোথাও নয়, অকাল মৃত্যুতে জানেন আত্মার ঠাঁই কোন জায়গায় হয়? গরুড় পুরাণ বলছে...
নরক বা স্বর্গ কোথাও নয়, অকাল মৃত্যুতে জানেন আত্মার ঠাঁই কোন জায়গায় হয়? গরুড় পুরাণ বলছে...Image Credit: Getty Images
| Updated on: Aug 08, 2025 | 4:59 PM
Share

জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে… জন্ম হলে যে কোনও জীবের মৃত্যু অবধারিত। জন্ম এবং মৃত্যু এই দুটো ক্ষেত্রে কারও কখনও হাতে থাকে না। যে কোনও মানুষের মৃত্যু বিভিন্নভাবে ঘটতে পারে। হিন্দুধর্মে এমনটা বিশ্বাস করা হয় যে, মৃত্যুর পর আত্মা হয় স্বর্গ, না হয় নরকে যায়। যদি কোনও ব্যক্তির অকাল মৃত্যু হয়, তা হলে তাঁর ঠাঁই কোথায় হয় জানেন? গরুড় পুরাণে এই বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে।

গরুড় পুরাণ অনুযায়ী অকাল মৃত্যুতে আত্মার মুক্তি হয় না। বরং গরুড় পুরাণে বলা হয়েছে যে, অকাল মৃত্যু হওয়ার অর্থ পাপ। কারণ, যে সকল ব্যক্তিদের অকাল মৃত্যু হয়, তাঁদের আত্মার মুক্তি মেলে না। অকাল মৃত্যুর আসল হল স্বাভাবিক সময়ের আগে আকস্মিক বা অস্বাভাবিক কারণে মৃত্যু। অনেক ব্যক্তি এমন রয়েছেন, যাঁদের জীবনের সময় শেষ হওয়ার আগেই মৃত্যু হয়। অকাল মৃত্যুর হিসেবে ধরা হয় আত্মহত্যা, দুর্ঘটনা, বিষক্রিয়া, আগুনে পোড়া, জলে ডুবে যাওয়া বা সাপের কামড়ে মৃত্যুকে।

যে ব্যক্তির অকাল মৃত্যু হয়, তাঁর আত্মাকে নানা কষ্ট ভোগ করতে হয়। গরুড় পুরাণে এমনটাই বলা হয়েছে। অকাল মৃত্যুর অর্থ ওই আত্মার আয়ু অসম্পূর্ণ। আসলে এসব ক্ষেত্রে আত্মার জীবনচক্র সম্পূর্ণ হয় না। যে কারণে ওই আত্মা স্বর্গে পৌঁছতে পারে না। পাশাপাশি তাঁর নরকেও ঠাঁই হয় না।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনের বক্তব্য ধর্মীয় বিশ্বাস এবং গরুড় পুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।