পুজোর আগে বাড়ি গোছাচ্ছেন? বাস্তু নিয়মে কোনও ফাঁক থেকে যাচ্ছে না তো!
নবরাত্রির নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। বাঙালির ঘরে ঘরে উমাকে চারদিন ধরে বিশেষ আচার মেনে পুজো করা হয়ে থাকে।

আসছে পুজো। গোটা শহর জুড়ে সাজো সাজো রব। আর একমাসও বাকি নেই। অধিকাংশ পরিবারে তাই শপিং শুরু। শুরু হয়ে গিয়েছে ঘর গোছানোর পালা। তবে জানেন, এই সময় বাস্তু মেনে ঘর গোছালে ফিরতে পারে ভাগ্য। দেবীপক্ষের সময় মহামায়ার বন্দনা করলে ভক্তকে সুখ, সমৃদ্ধি ও গৌরব প্রদান করেন। দুর্গাপুজো আসতে না আসতেই গৃহিনীরা ঘরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেন। সারা বছরের অশুভ , নোংরা বা পুরনো জিনিসপত্র ফেলে দিয়ে শুভশক্তিকে সক্রিয় করার চেষ্টা করেন। তাই দুর্গাপুজোর সময় বেশ কিছু বাস্তুশাস্ত্রের নিয়মগুলি মেনে চলা উচিত।
হিন্দু ধর্মে শারদীয়া নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, আশ্বিন মাসের শুক্ল প্রতিপদ তিথি থেকে নবরাত্রি শুরু হয়। নবরাত্রির নয় দিন ধরে দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। বাঙালির ঘরে ঘরে উমাকে চারদিন ধরে বিশেষ আচার মেনে পুজো করা হয়ে থাকে। এই সময়ে দেবী দুর্গার মূর্তি সঠিক দিকে স্থাপন করা হলে সেই ব্যক্তি মহামায়ার বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন।
দুর্গার মূর্তি
বাস্তুশাস্ত্রে, সবকিছুর জন্য একটি ভিন্ন দিক নির্দেশ করা হয়েছে। একইভাবে বাস্তুশাস্ত্রে নবরাত্রির সময় দেবী দুর্গার মূর্তি স্থাপনের সঠিক দিকে রাখাও উচিত। দেবী দুর্গার মূর্তি স্থাপনের জন্য বাড়ির উত্তর-পূর্ব দিক সেরা বলে মনে করা হয়।
কলশ স্থাপন
মহালয়া শেষে, দেবীপক্ষের প্রথম দিনে বাড়ির মূল প্রবেশদ্বারের দুই পাশে লাল ও হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন তৈরি করতে হবে। দেব-দেবীকে উত্তর-পূর্ব কোণে স্থাপন করলে তা শুভ বলে মনে করা হয়। দেবী মৃন্ময়ী মূর্তি বা ছবির পাশাপাশি কলশও ঘরের উত্তর-পূর্ব কোণে স্থাপন করতে হবে।
অখন্ড জ্যোতি
বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় অখন্ড জ্যোতি জ্বালিয়ে রাখলে যে কোনও মানুষের সমস্ত ইচ্ছেপূরণ হয়ে থাকে। এই পরিস্থিতিতে আপনি যদি শারদীয়া নবরাত্রির সময় অখণ্ড জ্যোতি জ্বালিয়ে রাখেন, তাহলে ঘরের দক্ষিণ-পূর্ব কোণে প্রদীপ রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির এই দিকটি আগুনের প্রতিনিধিত্ব করে থাকেন। বিশ্বাস করা হয়, এ দিকে অখণ্ড জ্যোতি বা অবিরত প্রজ্জ্বলিত প্রদীপ অশুভ শক্তি বা শত্রুদের ধ্বংস করে থাকে।
পুজোর সময় কী কী মাথায় রাখবেন
বাস্তু অনুসারে, পুজো করার সময়, ব্যক্তির মুখ পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত। কারণ বাস্তুশাস্ত্রে মতে, পূর্ব বা উত্তর দিককে শক্তি ও বীরত্বের প্রতীক। তাই এ দিকে মুখ করে উপাসনা করলে ব্যক্তির সম্মান বৃদ্ধি হয়। এর পাশাপাশি দুর্গার মূর্তির ঠিক পিছনে দুর্গাবিষা যন্ত্রও স্থাপন করা উচিত।
