পেইন্টিং পছন্দ! দেখলেই কিনে ফেলা নয়, জানুন সংসারে কোন ছবির কী প্রভাব

Vastu Tips: সম্পর্কের তিক্ততা থেকে শুরু করে আর্থক সমস্যা পর্যন্ত সেই অশান্তির কারণ হতে পারে। আর বাড়ির এই বিরক্তিকর পরিস্থিতি বদলে ফেলে ইতিবাচকশক্তি প্রবেশ করাতে চান, তাহলে মেনে চলা উচিত বেশ কিছু বাস্তু নিয়ম।

পেইন্টিং পছন্দ! দেখলেই কিনে ফেলা নয়, জানুন সংসারে কোন ছবির কী প্রভাব
Follow Us:
| Updated on: Jan 13, 2025 | 6:35 PM

বাড়ি হল মন্দিরের মতো। যা, সুন্দর করে সাজিয়ে বাসযোগ্য করলেই শুধু নয়, জ্যোতিষ ও বাস্তু অনুসারে গোছানো হলে পরিবারের সদস্য ও সংসারে আমূল পরিবর্তন দেখা যায়। বাস্তুমতে ঘর সাজানো হলে তার গুরুত্ব আরও দ্বিগুণ হয়। ঘরের শান্তির কাছে আর কিছু থাকতে পারে না। নিজের বিছানা ছাড়া যাদের ঘুম আসে না, তাদের কাছে ঘর শুধু চার দেওয়ালের ঘর নয়, সেটা শান্তি-আরামের এক নিশ্চিত জায়গা। তবে অনেক সময় নিজের গোছানো, শান্তির জায়গায় ধীরে ধীরে যেন শান্তি খুঁজে পাওয়া যায় না। ঘরে ফিরে রোজকার অশান্তি, বিরক্তি, ঝামেলার মুখে পড়তে হয়। সম্পর্কের তিক্ততা থেকে শুরু করে আর্থক সমস্যা পর্যন্ত সেই অশান্তির কারণ হতে পারে। আর বাড়ির এই বিরক্তিকর পরিস্থিতি বদলে ফেলে ইতিবাচকশক্তি প্রবেশ করাতে চান, তাহলে মেনে চলা উচিত বেশ কিছু বাস্তু নিয়ম।

সংসারে আসবে অর্থবৃষ্টি, সুখ-শান্তি, উন্নতি, সাফল্য। তার জন্য বাড়ির দেওয়ালে রাখা উচিত বেশ কিছু পেইন্টিং। বাড়িতে এই ছোট্ট কাজটি করলেই মনের ইচ্ছে পূরণ হবে। ঘরের কোন দেওয়ালে পেইন্টিং রাখবেন, কোন পেইন্টিংয়ের কী কী বিশেষত্ব, তা জেনে রাখা উচিত। উত্তর দিকে সাদা ঘোড়ার ছবি রাখতে পারেন। তাতে ঘরে অর্থের প্রবাহ বাড়ে। আয় বৃদ্ধি করে স্বচ্ছন্দ জীবনযাপনের সম্ভাবনা বাড়িয়ে তোলে। এছাড়া পূর্ব দিকে, যে জানলা দিয়ে সূর্যের আলো প্রথম ছুঁয়ে যায়, সেদিকে দুরন্ত গতিতে ছুটে চলা ঘোড়ার ছবি রাখেন, তাহলে সামাজিক সম্পর্কের উন্নতি ঘটে। প্রতিটি সম্পর্কগুলি মজবুত হতে থাকে।

বাড়ির দক্ষিণদিকে ৪টি বাদামী রঙের ঘোড়ার ছবি লাগালে আভ্যন্তরীণ আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এছাড়া বাড়ির উত্তর-পশ্চিম দেওয়ালে ৪টি ঘোড়ার দৌড়ানোর ছবি রাখেন, তাহলে কুণ্ডলীর চন্দ্রের দোষ হ্রাস পেতে শুরু করে। সঙ্গীর সমর্থন পাবেন সারাজীবন। বাড়ির দক্ষিণ দিকে একটি সুন্দর ময়ূরের ছবি, ক্যালেন্ডার বা ফ্রেম করে রাখতে পারেন। তাতে ঘরে রাহুর নেতিবাচক প্রভাব কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও, নিজ শক্তির স্তরকেও বাড়িয়ে তুলবে। মেজাজ বা মুড ভালো থাকবে সারাক্ষণ।

সবসময় মাথায় রাখবেন, খরস্রোতা বা ঝরণার জল পড়ার পেইন্টিং সর্বদা ঘরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও পেইন্টিংয়ে যদি জ জমে থাকার ছবি থাকে, সেই ছবি বাড়িতে রাখা অনুচিত। ঘরে নেচিবাচক শক্তির প্রবাহ দেখায়। সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে গভীর ভালবাসা বা রোম্যান্সে ডুবে থাকতে চান, তাহলে অবশ্যই গোলাপী ফুলের ছবি রাখা উচিত।প্রেমের জীবন আরও উন্নত হয়। ছবিতে বাগান বা বাসস্থান হোক না কেন, গোলাপী বা লাল রঙের ফুল থাকলেই হবে।