AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Broom Vastu Tips: ঘরের এই জায়গায় ঝাড়ু রাখলে ক্রোধে লাল হয়ে যান ধনলক্ষ্মী! জরুরি বাস্তু নিয়মগুলি জানুন

Vastu Tips for Home: বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য রয়েছে বেশ কিছু জরুরি নিয়ম। বাস্তুমতে কোন কোন জিনিসগুলি কোথায় কোথায় রাখা উচিত?  কোথায় রাখলে কী কী ক্ষতি হতে পারে, তা অনেকেই জানেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির কোন জায়গায় বা ঝাড়ু বা ঝাঁটা রাখার সঠিক জায়গা কোনটি, তা অনেকেই জানেন না।

Broom Vastu Tips: ঘরের এই জায়গায় ঝাড়ু রাখলে ক্রোধে লাল হয়ে যান ধনলক্ষ্মী! জরুরি বাস্তু নিয়মগুলি জানুন
ছবিটি প্রতীকী
| Updated on: May 17, 2024 | 7:40 PM
Share

ঘরের ভিতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে লক্ষ্মীর আগমন নাকি দ্রুত ঘটে। সকাল-বিকেল ঘর পরিষ্কার করার জন্য সকলের বাড়িতেই ঝাঁটা বা ঝাঁড়ুর ব্যবহার সবচেয়ে বেশি হয়। বাস্তুশাস্ত্র মতে, ঝাড়ুর সাহায্যে ঘর থেকে নোংরা সাফাই করে নেগেটিভিটি দূর করার সবচেয়ে সহজ পন্থা। ঝাড়ু ব্যবহার করলে জীবনে ইতিবাচক শক্তিও বজায় থাকে, বৃদ্ধিও পায়। এছাড়া কথিত আছে, ঝাড়ু হল দেবী লক্ষ্মীর প্রতীক। যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন  করা হলে, দেবী লক্ষ্মীর অধিবাস হয়।

বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধির জন্য রয়েছে বেশ কিছু জরুরি নিয়ম। বাস্তুমতে কোন কোন জিনিসগুলি কোথায় কোথায় রাখা উচিত?  কোথায় রাখলে কী কী ক্ষতি হতে পারে, তা অনেকেই জানেন না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির কোন জায়গায় বা ঝাড়ু বা ঝাঁটা রাখার সঠিক জায়গা কোনটি, তা অনেকেই জানেন না। অনেকেই এই নিয়ম মানেন না, এড়িয়ে যান। ঝাড়ু রাখার বাস্তু নিয়মগুলি কী কী, তা জেনে নিন এখানে..

ঝাড়ু সংক্রান্ত বাস্তু নিয়ম

-বাস্তুশাস্ত্রে উত্তর-পূর্ব কোণকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাড়ির উত্তর ও পূর্ব দিকের কোণটিকে ঈশান কোণও বলে। দেব-দেবীরা এই কোণেই বাস করেন বলে মনে করা হয়। এই বিশেষ কোণকে ইতিবাচক শক্তির কেন্দ্রও বলা হয়। তাই উত্তর-পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না ভুলেও। বাড়িতে বাস্তুদোষ দেখা হতে পারে। অর্থের আগমনেও বাধা পড়তে পারে। আর্থিক ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে।

-দক্ষিণ-পূর্ব কোণে অর্থাৎ দক্ষিণ-পূর্ব দিকে ঝাড়ু রাখা উচিত নয়। এই দিকটি আগুনের সঙ্গেও জড়িত। এইদিকে ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়তে পারে।

-বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে ঝাড়ু রাখা যেতে পারে। এদিকে ঘর মোছার সরঞ্জামও রাখতে পারেন। এসব স্থানে ঝাড়ু রাখলে সুখ-সমৃদ্ধি বাড়তে পারে। ঝাড়ু সবসময় শুয়ে লুকিয়ে রাখুন।

-পুজোর ঘরে বা রান্নাঘরে ঝাড়ু রাখলে দ্রুত এই অভ্যাস বদলানো দরকার। এই দুই জায়গায় ঝাড়ু একেবারেই রাখবেন না। তাতে বাস্তুদোষও তৈরি হয়।

– অনেক সময় ঝাড়ু ভেঙে যায়, পুরনো হয়ে গেলে ঝাড়ুর বাঁধন খুলে অগোছালো হয়ে যায়। তা সত্ত্বেও ঘরে ঝাড়ু ব্যবহার করে থাকেন অমনেকেই। এমন ঝাড়ু থাকলে তাড়াতাড়ি ফেলে দিন। অগোছালো ঝাড়ুকে বাস্তু দোষের পাশাপাশি অশুভ বলে মনে করা হয়।

কোন দিনে নতুন ঝাড়ু ব্যবহার করবেন?

পুরনো ঝাড়ু সরিয়ে নতুন ঝাড়ু কিনে ব্যবহার করতে চাইলে বাস্তুশাস্ত্রেও রয়েছে বেশ কিছু নিয়ম। শনিবার নতুন ঝাড়ু ব্যবহার করলে তা খুব ভালো। এটি শুভ দিন বলেও গণ্য করা হয়। কৃষ্ণপক্ষের শনিবারে সবসময় নতুন ঝাড়ু কিনলে ভালো, শুক্লপক্ষে কেনা ঝাড়ু অশুভ বলে মনে করা হয়।