Vastu Tips: সকাল-বিকাল পরিশ্রম করেও ওজন কমছে না? ফেং শুইয়ের টোটকা মেনে চলুন

Weight Loss: বাস্তু শাস্ত্র জীবনের একাধিক সমস্যার সমাধান দেয়। ওজন কমানোর ক্ষেত্রে এই বাস্তু টিপসগুলো মেনে চলা খুব জরুরি।

Vastu Tips: সকাল-বিকাল পরিশ্রম করেও ওজন কমছে না? ফেং শুইয়ের টোটকা মেনে চলুন
ওজন কমানোর ক্ষেত্রে এই বাস্তু টিপসগুলো মেনে চলা খুব জরুরিImage Credit source: istockphoto.com
Follow Us:
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 6:00 AM

Feng Shui: ওজন কমানোর (Weight Loss) জন্য সকাল-বিকাল শরীরচর্চা করেন। অক্ষরে অক্ষরে মেনে চলেন ডায়েট। কিন্তু তাতেও কমে না ওজন। এই ক্ষেত্রে একটু ফেং শুইয়ের টোটকাও (Feng Shui) মেনে চলতে পারেন। বাস্তু শাস্ত্র জীবনের একাধিক সমস্যার সমাধান দেয়। ওজন কমানোর ক্ষেত্রে এই বাস্তু টিপসগুলো খুব জরুরি। আপনার চারপাশের পরিবেশ প্রভাব ফেলে আপনার স্বাস্থ্যের ওপর। আপনার চারিপাশে যদি ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় তা আপনার ওজনের ওপরও প্রভাব ফেলে। তাই ওজন কমানোর জন্য আপনি ফেং শুইয়ের টোটকা মেনে চলতে পারেন। ডায়েট থেকে শুরু করে বাড়ির পরিবেশ, সব কিছুই মেনে চলুন ফেং শুইয়ের মতে।

ফেং শুইয়ের মতে নীল রঙের প্লেটে খাবার খান। নীল জলের রঙ। এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফেং শুই বলছে নীল রঙের প্লেট খাবার খেলে খাবারের পরিমাণ কম হয়। এরই পাশাপাশি রান্নাঘরে সমস্ত জিনিস গুছিয়ে রাখুন। অগোছালো রান্নাঘর আপনার নেতিবাচক শক্তির সঞ্চার করে। রাতে এঁটো বাসন ফেলে রাখবেন না। চেষ্টা করুন সব সময় রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার।

আলমারিও পরিষ্কার করে গুছিয়ে রাখুন। পুরনো কাপড় আলমারি থেকে সরিয়ে ফেলুন। ফেং শুইয়ের মতে এতে জীবনে প্রভাব পড়ে। পুরনো কাপড় রাখার অর্থ হল আপনি ওজন কমানোর জন্য যথেষ্ট অনুপ্রাণিত হচ্ছে না। একই ভাবে যে সব জিম সামগ্রী আপনি ব্যবহার করেন না, সেগুলোকেও দূর করে দিন বাড়ি থেকে। এগুলো দান করে দিতে পারেন। এর পরিবর্তে এমন কিছু জিনিস বাড়িতে রাখুন যা আপনাকে ওজন কমাতে অনুপ্রাণিত করবে।

শরীরচর্চা না করলে ওজন কমানো যায় না। ফেং শুইয়ের মতে নিজের শরীরকে সক্রিয় রাখার জন্য বাড়ির কয়েকটি নির্দিষ্ট স্থানে আয়না লাগাতে পারেন। এর ফলে আপনি যখনই ব্যায়াম করবেন তাতে উৎসাহ পাবেন। এছাড়াও যদি অহেতুক খাবার খান তাহলে তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

কাউকে খেতে দেখে খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যায়। এই কারণ ফেং শুই বলছে, ডাইনিং টেবিল যে ঘরে রয়েছে সেখানে পর্দা ব্যবহার করুন। এতে আপনার ওজন নিয়ন্ত্রণে চেষ্টা বিফলে যাওয়া থেকে বেঁচে যাবে। প্রয়োজনে রান্নাঘরের আশেপাশেও আপনি আয়না ও পর্দা লাগাতে পারেন। উপরন্ত নীল রঙের পর্দা, টেবিল কভার, মাট ইত্যাদি ব্যবহার করুন। লাল এড়িয়ে চলুন।

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

আরও পড়ুন: গরমকালে মাটির পাত্রে জল রাখছেন? বাস্তুমতে সঠিক জায়গায় না রাখলে হতে পারে ভয়ংকর আর্থিক সমস্যা

আরও পড়ুন: অত্যন্ত শক্তিশালী জ্যোতিষ টোটকা! মানলেই জীবনের প্রতিটি ক্ষেত্রে ফুলেফেঁপে উঠবেন

আরও পড়ুন: শিশুর স্নানের জলে শুকনো তুলসী পাতা দেওয়া হয় কেন? হিন্দু ধর্মে এই পবিত্র গাছের তুলনা নেই