Ganesh Chaturthi: বাড়িতে গণেশ পুজো করবেন, কীভাবে প্রতিষ্ঠা করবেন গণপতি বাপ্পার মূর্তি?

Vastu Tips: গণেশের পুজো করলে সিদ্ধিলাভ করা যায়। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, সংসারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে গণেশের পুজো করা উচিত। রাত পোহালেই গণেশ পুজো। সিদ্ধিদাতাকে ঘরে আনলে কী ভাবে রাখবেন? কোন দিকে মূর্তি স্থাপন করবেন?

Ganesh Chaturthi: বাড়িতে গণেশ পুজো করবেন, কীভাবে প্রতিষ্ঠা করবেন গণপতি বাপ্পার মূর্তি?
Follow Us:
| Updated on: Sep 06, 2024 | 4:13 PM

গণেশের পুজো করলে সিদ্ধিলাভ করা যায়। জীবনের বাধা-বিপত্তি দূর করতে, সংসারে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে গণেশের পুজো করা উচিত। রাত পোহালেই গণেশ পুজো। সিদ্ধিদাতাকে ঘরে আনলে কী ভাবে রাখবেন? কোন দিকে মূর্তি স্থাপন করবেন? জেনে নিন বাস্তু মতে কীভাবে গণেশকে বাড়িতে রাখবেন।

১) গণেশের মূর্তি কেনার সময় সাদা রঙের মূর্তি কিনুন। গণেশ মূর্তির রঙ সাদা হলে এটি বাড়িতে বাড়িতে শান্তি-সমৃদ্ধি নিয়ে আসে। সিঁদুর রঙের গণেশ বাড়ির অর্থনৈতিক অবস্থা উন্নত করে। সোনালি রঙের গণেশ বাড়িতে সৌভাগ্য বয়ে নিয়ে আসে।

২) গণেশের শুঁড় যেন বাঁ দিকে থাকে সেটা খেয়াল রাখুন। একে দক্ষিণমুখী গণেশ বলা হয়। ডান দিকে গণেশের শুঁড় থাকলে গণেশের মেজাজ রাগী হয়।

৩) বেশিরভাগ মানুষ মাটির গণেশই স্থাপন করেন। কিন্তু কাঠের গণেশ স্থাপন করলে বাড়ির সবার স্বাস্থ্য ভাল থাকে। রুপোর গণেশ সাংসারিক সমস্যা দূর করে।

৪) পরিবেশবান্ধব জায়গায় গণেশের মূর্তি স্থাপন করুন। ইন্ডোর প্ল্যান্ট, তাজা ফুল দিয়ে গণেশের সিংহাসন সাজাতে পারেন। এতে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে।

৫) গণেশের মূর্তি এমনভাবে স্থাপন করবেন যেন মূর্তির মুখ প্রধান প্রবেশ দ্বারের পিছন ঘুরে থাকে। অর্থাৎ, গণেশের মুখ যেন বাড়ির ভিতরের দিকে থাকে।

৬) বাড়ির শৌচাগারের আশেপাশে ভুলেও গণেশের মূর্তি রাখবেন না। এমনকি ভাঁড়ারঘরের কাছাকাছিও গণেশের মূর্তি রাখবেন না। এতে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে।

৭) গণেশের মুখ দক্ষিণ দিকে ঘুরিয়ে রাখবেন না। এতে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। গণেশের মূর্তি সবসময় উত্তর দিকে মুখ করে রাখুন।

৮) গণেশের মূর্তি সরাসরি মাটিতে রাখবেন না। মাটি থেকে উঁচু স্থানে, কোনও কাঠের তৈরি জায়গায় বা সিংহাসনে গণেশের মূর্তি রাখুন।

৯) গণেশের প্রিয় রং লাল। গণেশের চারপাশে লাল রঙের বস্তু রাখুন। আর হলুদ রঙের তৈরি কাপড়, সুতো রাখুন। হলুদ রঙের ফুল দিয়ে গণেশের সিংহাসন সাজাতে পারেন।

বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
বিতর্কে কাঞ্চন মল্লিক, মুখ খুললেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
আদালতে শুনানির সময়ে নিজের মেয়ের ধর্ষক-খুনিকে পরপর গুলি!
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন— উঠল বিস্ফোরক অভিযো
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
চিন নিয়ে টানাপোড়েন! সুলতানের সঙ্গে দেখা নমোর―বড় পদক্ষেপ?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কী বললেন শুভশ্রী?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
দুর্নীতির অভিযোগ থেকে ধর্ষণকাণ্ড, আরজি করের গায়ে কালির দাগ?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
শেষ মুহূর্তে কেন সিদ্ধান্ত বদল ইন্দিরার?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
অভিনেত্রী সুচিত্রা সেনের পারিশ্রমিক শুনলে অবাক হয়ে যাবেন! জানেন কত?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
পৃথিবীর কান ঘেঁষে বেরোচ্ছে গ্রহাণু! আজ সাবধান, ঘুম হবে তো রাতে?
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে
ফুটবলারের প্রেমে পড়েছেন দিতিপ্রিয়া, চিনে নিন নায়িকার প্রেমিককে