শিবরাত্রি (Mahashivratri 2023) মানেই শিবভক্তদের জন্য বিশেষ একটি দিন। তারকেশ্বরে মতো পবিত্র মন্দিরে পুজো দেওয়া, শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে মন্দিরে মন্দিরে শিবের পুজো (Shivapuja) নিয়েই চরম ব্যস্ততার দিন। অত্যন্ত কঠিন উপবাস ও ব্রত পালন করেই শিবের পুজো করা হয়। প্রতিটি নিয়ম মেনে যদি শিবলিঙ্গে (Shivling) জল ঢালা হয়, তাহলে শিবের আশীর্বাদ পাওয়া যায়। পাশাপাশি ভোলেবাবার পুজোয় সামগ্রী হিসেবে লাগে শুধুই জল ও বেলপাতা। সঙ্গে দুধ ও মধু দিলে অত্যন্ত প্রসন্ন হন। বেলপাতা শিবের অত্যন্ত প্রিয় একটি জিনিস। কিন্তু বিশেষ দিনে শিবলিঙ্গে বেল পাতা নিবেদন করারও বেশ কয়েকটি নিয়ম রয়েছে। শাস্ত্রমতে, মহাশিবরাত্রির পুজোয় মহেশ্বরকে বেলপাতা নিবেদনের কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। এছাড়া বেলপাতা নিবেদন করার ক্ষেত্রে অনেক ভুলের মাসুল গুণতে হয়ে ভক্তদের। অনেকেই জানেন না শিবলিঙ্গে কতগুলি বেলপাতা নিবেদন করা উচিত, কেমন বেলপাতা অর্পন করতে হয়? তাই শিবের পুজোয় বেলপাতার গুরুত্ব রয়েছে অনেক।
ভোলেনাথকে কয়টি বেলপাতা নিবেদন করা উচিত?
– প্রত্যেক ভক্তই ইচ্ছামতো শিবলিঙ্গে ১১ বা ২১টি বেলপত্র অর্পণ করতে পারেন।
– বেলপাতা পরিষ্কার জলে ধুয়ে দুধ ভর্তি পাত্রে রাখুন।
– তারপর গঙ্গা জলে ধুয়ে বেলপাতায় চন্দন দিয়ে “ওম” তৈরি করুন।
– “ওম নমঃ শিবায়” মন্ত্রটি জপ করার সময়, একটি করে বেলপত্র অর্পণ করুন।
কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন…
– বেলপত্রের মসৃণ অংশ শিবলিঙ্গের উপরের অংশে থাকতে হবে।
– বেলপত্রে চক্র এবং বজ্র থাকা উচিত নয়, এই ধরনের বেলপত্র ভাঙা বলে মনে করা হয়।
– বেলপাতার পাতা কাটা বা ছেঁড়া উচিত নয়।
– সাধারণত ৩টি পাতা বিশিষ্ট বেলপাতাই নিবেদন করা হয়। তবে এক বা পাঁচ পাতার বেলপাতাও পাওয়া যায়।
– শাস্ত্র অনুযায়ী বিল্বপত্রে যত বেশি পাতা থাকবে, ততই উপকার পাওয়া যায়। শিবকে তিন পাতা বিশিষ্ট বিল্বপত্র নিবেদন করা হলে তা একটি বিল্বপত্র হিসেবে ধরা হয়।
শিবলিঙ্গে বেলপত্র নিবেদনের উপকারিতা রয়েছে। বিশ্বাস করা হয় যে ভগবান ভোলেনাথ খুব দ্রুত প্রসন্ন হন। কিন্তু যে ভক্ত ভগবান ভোলেনাথকে পূজা করার সময় বেলপত্র নিবেদন করেন, তিনি অনেক উপকার পান। মহাশিবরাত্রিতে যে সমস্ত ভক্তরা ভগবান শিবকে লতা নিবেদন করেন, তাদের অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়। সেই সঙ্গে মহাশিবরাত্রির দিন যে স্বামী-স্ত্রী একসঙ্গে ভগবান শিবকে বেলপত্র নিবেদন করেন, তাদের বিবাহিত জীবন সুখের হয়। এর সাথে সন্তান সুখ লাভও হয়।
(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)