Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Holi 2025: সরস্বতী পুজোর দিন থেকে এখানে শুরু হোলি, চলবে ৪০ দিন ধরে

Basant Panchami 2025: ভারতের বিভিন্ন জায়গায় ধুমধাম করে হোলির উৎসব পালিত হয়। তবে ব্রজে হোলির আনন্দই আলাদা। বসন্ত পঞ্চমীর দিন সেখানে হোলি শুরু হয়ে যায়।

Holi 2025: সরস্বতী পুজোর দিন থেকে এখানে শুরু হোলি, চলবে ৪০ দিন ধরে
Holi 2025: সরস্বতী পুজোর দিন থেকে এখানে শুরু হোলি, চলবে ৪০ দিন ধরে
Follow Us:
| Updated on: Feb 05, 2025 | 1:39 PM

হোলি খেল রহে বাঁকে বিহারী, আজ রং বরস রহা… অর্থাৎ বাঁকে বিহারী হোলি খেলছেন, আজ রংয়ের বৃষ্টি হচ্ছে। হোলির উৎসব আসতে আরও কয়েকটা দিন দেরি রয়েছে। ক্যালেন্ডার বলছে আজ ৩ ফেব্রুয়ারি। এ বছর সরস্বতী পুজো পড়েছিল ২ ও ৩ ফেব্রুয়ারি। আর পঁচিশ সালে ১৪ মার্চ হোলি। ভারতের বিভিন্ন জায়গায় ধুমধাম করে হোলির উৎসব পালিত হয়। তবে ব্রজে হোলির আনন্দই আলাদা। বসন্ত পঞ্চমীর দিন সেখানে হোলি শুরু হয়ে যায়। এরপর এই উৎসব চলতে থাকে টানা ৪০ দিন। কেন সেখানে একমাসেরও বেশি সময় ধরে হোলি পালন হয়? এ বিষয়ে জানতে টিভি নাইন বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পুজারী নীতীন সাবারিয়া গোস্বামীর সঙ্গে।

বৃন্দাবন থেকে ফোনে বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পুজারী নীতীন সাবারিয়া গোস্বামী বলেন, ‘হোলির যে ৪০ দিনের উৎসব, সেটা বসন্ত পঞ্চমীর দিন থেকে সারা ব্রজে পালিত হয়। বিভিন্ন মন্দিরে এই দিন থেকে আবির ওড়ানো শুরু হয়। ঠাকুরজি মহারাজকে প্রতিদিন সকালে ও রাতে দু’বার ফেটা বাঁধা হয়। যখন ঠাকুরজি গোয়ালা রূপে থাকতেন, তাঁর গোয়ালা বন্ধুদের সঙ্গে নানা জায়গায় গিয়ে আবির ওড়াতেন। ফেটার মধ্যে আবির থাকে। এখন বিভিন্ন পদ্ধতিতে আবির ব্যবহার করা হয়। আগে ফেটার মধ্যে আবির রাখা হত। ব্রজের বিভিন্ন জায়গায় ঠাকুরজি যেতেন। বন্ধুদের সঙ্গে হোলি খেলতেন। এখন বসন্ত পঞ্চমীর দিন থেকে হোলি অবধি রোজ কপালে ও গালে লাল রংয়ের আবির মাখানো হয় ঠাকুরজিকে।’

৪০ দিন ধরে ব্রজে যে মহাসমারোহ করে হোলি পালন হয় তাতে বৃন্দাবনের নানা মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। তার মধ্যে অন্যতম বাঁকে বিহারী মন্দির। সেখানকার পুজারী নীতীন সাবারিয়া গোস্বামীর কথা অনুযায়ী, বসন্ত পঞ্চমীর দিন আরতির পর ভক্তদের জন্য আবির ওড়ানো হয়। সেখানে হোলির গান গাইতে থাকেন আগত ভক্তবৃন্দ। বাঁকে বিহারী মন্দিরে ভক্তদের ভিড়ের জন্য রোজ হোলি পালন করা যায় না। তবে বিহারীজিকে রোজ আবির লাগিয়ে দেন সেখানকার সেবাইতরা। নিয়ম বলে এখানেও ৪০দিন হোলি পালন করা উচিত। কিন্তু নিধিবনে বিহারীজির যে আর এক মন্দির রয়েছে, সেখানে নিয়মিত এই সময় আবির ওড়ানো হয়। বাঁকে বিহারীজির মন্দিরে রঙভরী একাদশী থেকে পূর্ণিমা অবধি ৫দিন হোলি পালন করা হয়।