Ram Mantra: সমস্যা এড়িয়ে জীবনে আসুক সুখ-শান্তির বন্যা, রোজ জপ করুন রামের এই সহজ মন্ত্র
Hindu Gods: বাল্মীকির রামায়ণ ও তুলসীদাসে রামচরিতমানসে উল্লেখ রয়েছে। বইয়ের পাতা থেকে উঠে এসে তিনি যুগে যুগে বিভিন্ন রূপে ধরা দিয়েছেন। কখনও দেবতা হিসেবে, কখনও প্রেমিকা হিসেবে, কখনও সেরা পুত্র ও ভাই হিসেবে পরিচিতি পেয়েছে। বলতে গেলে তিনি হলেন শ্রেষ্ঠ পুরুষ। তাই তাঁকে মরিয়দা পুরুষোত্তম বলা হয়।

বারো মাসে তেরো পার্বণ। তার মধ্যে রয়েছে অসংখ্য দেবদেবীর ভূমিকা। সনাতন ধর্মে শ্রীরামচন্দ্রকে বিষ্ণুদেবের অন্যতম অবতার বলে মনে করা হয়। বাল্মীকির রামায়ণ ও তুলসীদাসে রামচরিতমানসে উল্লেখ রয়েছে। বইয়ের পাতা থেকে উঠে এসে তিনি যুগে যুগে বিভিন্ন রূপে ধরা দিয়েছেন। কখনও দেবতা হিসেবে, কখনও প্রেমিকা হিসেবে, কখনও সেরা পুত্র ও ভাই হিসেবে পরিচিতি পেয়েছে। বলতে গেলে তিনি হলেন শ্রেষ্ঠ পুরুষ। তাই তাঁকে মরিয়দা পুরুষোত্তম বলা হয়। যদি ভক্তরা ভগবান রামের আশীর্বাদ পেয়ে যান, তাহলে জীবনের নানা ঝামেলা মুক্তি পেতে পারেন। অনেকেই কষ্টের মধ্যে থাকলে বা বিপদে পড়লে হে রাম বলে উচ্চারণ করেন। তবে এছাড়াও রামচন্দ্রের আশীর্বাদ পেতে বেশ কিছু মন্ত্র জেনে রাখা দরকার।
সর্বার্থসিদ্ধি শ্রী রাম ধ্যান মন্ত্র –
ওম আপদমপ হরতারাম দাতারম সর্বসম্পদম, লোকাভিরাম শ্রী রাম ভূয়ো ভূয়ো নমাম্যহম!
শ্রী রামায় রামভদ্রায় রামচন্দ্রায় ভেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতায় নমঃ!
প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে।
সুখ ও শান্তির মন্ত্র
হে রাম পুরুষোত্তমা নরহরে নারায়ণ কেশব।
গোবিন্দ গরুধ্বজ গুণনিধে দামোদর মাধবা।
হে কৃষ্ণ, কমলাপতি, যদুপতে, সীতাপতি, শ্রীপতে।
বৈকুণ্ঠধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পহিম ॥
বিশ্বাস অনুসারে, প্রতিদিন এই মন্ত্রটি জপ করলে সাধক ঘরোয়া ঝামেলা থেকে মুক্তি পায় এবং পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে।
শ্রীরামের সহজ মন্ত্র
শ্রী রাম জয় রাম জয় জয় রাম || শ্রী রামচন্দ্রায় নমঃ ||
আপনি প্রতিদিন ভগবান রামের এই সহজ মন্ত্রগুলি জপ করতে পারেন। এটি জপ করলে ভগবান রামের আশীর্বাদ আপনার উপর থাকবে। এ ছাড়া শুধু রামের নাম জপ করলেই একজন ব্যক্তি তার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পান।
