Vastu Plant: তুলসীর ধারেকাছে এই গাছ ভুলেও নয়! দক্ষিণদিকে রাখলেই সব হারিয়ে রাস্তায় বসতে হতে পারে আপনাকে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 16, 2023 | 2:47 PM

Vastu Rules: এর ফলে পরিবারের মধ্যে ধন-সম্পত্তি, সাফল্য, ধন  যার কারণে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়, যা সাফল্য, উন্নতি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তবে সঠিক পথে এসব গাছ-গাছালি রোপণ করা খুবই জরুরি।

Vastu Plant: তুলসীর ধারেকাছে এই গাছ ভুলেও নয়! দক্ষিণদিকে রাখলেই সব হারিয়ে রাস্তায় বসতে হতে পারে আপনাকে

Follow Us

বাস্তুশাস্ত্র অনুসারে, সব জিনিসের একটি নির্দিষ্ট শক্তি রয়েছে। সেই শক্তি কখনও ইতিবাচক হয় আবার নেতিবাচক শক্তিও হতে পারে। বাড়ির সব সদস্যদের মধ্যেই এই শক্তি সমানভাবে প্রভাব বিস্তার করে। বাস্তু অনুসারে, বাড়িতে উপস্থিত গাছ-গাছালিরও বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই অন্দরসজ্জার জন্য নানা জাতের গাছ লাগাতে পছন্দ করেন। অনেকে আবার বাস্তু অনুসারেই গাছের ব্যবহার করে থাকেন। তাতে ঘরের মধ্যে ইতিবাচক শক্তি বিরাজ করে। এর ফলে পরিবারের মধ্যে ধন-সম্পত্তি, সাফল্য, ধন  যার কারণে ঘরে ইতিবাচক শক্তি সঞ্চালিত হয়, যা সাফল্য, উন্নতি এবং সমৃদ্ধি নিয়ে আসে। তবে সঠিক পথে এসব গাছ-গাছালি রোপণ করা খুবই জরুরি।

বাস্তুশাস্ত্রে বেশ কিছু গাছ নিয়ে গুরুত্বপূর্ণ কথা উল্লেখ রয়েছে।সেখানে বলা হয়েছে, নির্দিষ্ট দিকে গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি ভরে ওঠে। তবে বেশ কিছু গাছ রয়েছে যেগুলি কখনওই দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। কথিত আছে, এদিকে গাছ লাগালে ঘরে দারিদ্র্য নেমে আসতে পারে। তাই দক্ষিণদিকে কোন কোন গাছগুলি লাগালে অশুভ প্রভাব পড়ে তা জেনে নেওয়া দরকার।

কোন কোন গাছগুলি দক্ষিণ দিকে রাখবেন না

– বাস্তুশাস্ত্র অনুসারে কলা গাছ কখনওই দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। এদিকে কলা গাছকে শুভ বলে মনে করা হয় না। বলা হয় এই গাছ ঘরে ও পরিবারের সদস্যদের উপর অশুভ ফল দেয়। যদি কলা গাছ লাগাতেই হয়, তাহলেপূর্ব বা উত্তর দিকে লাগানো যেতে পারে।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, তুলসী গাছও কখনও দক্ষিণ দিকে লাগানো হয় না। তুলসীতে দেবী লক্ষ্মীর অধিবাস বলে বিশ্বাস করা হয়। কথিত আছে তুলসীর গাছ দক্ষিণ দিকে লাগালে বাড়ির মালিকের অত্যাধিক রাগ ও ক্ষোভের উদ্রেক ঘটে। শুধু তাই নয়, ঘরে দারিদ্র্য আসতে শুরু করে। বাড়ির সদস্যদের অর্থনৈতিক অবস্থা তলানিতে ঠেকতে শুরু করে। তুলসী গাছ লাগানোর জন্য পূর্ব দিককে সর্বোত্তম দিক বলে মনে করা হয়। এছাড়া উত্তর দিকেও তুলসী গাছ লাগাতে পারেন।

– শাস্ত্র মতে শনিদেবের কাছে শমীর গাছ খুবই প্রিয়। শমি গাছও দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। দক্ষিণ দিকে শমী গাছ লাগালে শনিদেবের প্রকোপ হতে হয়। অন্যদিকে, বাস্তুশাস্ত্র অনুসারে, শমীর গাছটি পূর্ব বা উত্তর-পূর্ব দিকে লাগানো যেতে পারে।

– বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট দক্ষিণ দিকে রাখবেন না। এই দিকে মানি প্ল্যান্ট রাখলে আর্থিক ক্ষতির শিকার হতে হয়। যার ফলে পদে পদে অর্থনৈতিক সংকট দেখা যেতে পারে।

Next Article