Mahashivratri 2024: ঠাকুরঘরে শিবের পরিবারের ছবি কোথায় রাখবেন? মহাশিবরাত্রির আগে জানুন সঠিক বাস্তু নিয়ম

Vastu Tips: ঘরের মধ্যে যদি শিবলিঙ্গ স্থাপন না করে শিবের পরিবারের ছবি রাখলে সঠিক বাস্তু টিপস মেনে চলা উচিত। মহাশিবরাত্রির দিন ঠাকুরঘরে শিবের গোটা পরিবারের ছবি রাখলে আদিদেবের আশীর্বাদ বজায় থাকে। শিব পরিবারের ছবি ভুল দিকে রাখলে অশুভ বা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে।

Mahashivratri 2024: ঠাকুরঘরে শিবের পরিবারের ছবি কোথায় রাখবেন? মহাশিবরাত্রির আগে জানুন সঠিক বাস্তু নিয়ম
ছবিটি প্রতীকী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 2:25 PM

ক্যালেন্ডার অনুসারে, আগামী ৮ মার্চ মহাশিবরাত্রির পবিত্র উত্সব পালিত হবে। এই বিশেষ দিনে ভক্তদের পাশাপাশি দেবদেবীরাও মহাদেবকে বিশেষ আচার মেনে পুজো করা হয়। সেদিন মহাদেবের সঙ্গে সঙ্গে তাঁর প্রিয় জিনিসগুলিও নিবেদন করা হয়। তাতে গোটা পরিবারের উপর আশীর্বাদ বর্ষণ করেন। তাই ঘরের মধ্যে যদি শিবলিঙ্গ স্থাপন না করে শিবের পরিবারের ছবি রাখলে সঠিক বাস্তু টিপস মেনে চলা উচিত। মহাশিবরাত্রির দিন ঠাকুরঘরে শিবের গোটা পরিবারের ছবি রাখলে আদিদেবের আশীর্বাদ বজায় থাকে। শিব পরিবারের ছবি ভুল দিকে রাখলে অশুভ বা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। ঘরে শিব পরিবারের ছবি রাখার নিয়ম কী কী, শিব পরিবারের ছবির সঙ্গে সম্পর্কিত বাস্তু টিপস কী কী, তা জানা উচিত…

বাড়িতে শিব পরিবারের ছবি কোথায় রাখবেন, জেনে নিন সঠিক নিয়ম

১. শিব পরিবারের ছবিতে, মহাদেব, দেবী গৌরী,  গণেশ, কার্তিক ও কন্যা অশোক সুন্দরী যেন অবশ্যই থাকেন। এগুলি ছাড়াও শিবের প্রিয় হল নন্দী, বাসুকি, গণেশের বাহন ইঁদুর ও কার্তিকের বাহন ময়ূর। বাড়িতে ছবি টাঙানোর জন্য যে ছবিই রাখুন না কেন, শিবের পাশে পরিবারের ছবি থাকা আবশ্যিক।

২.  ঘরের সর্বদা শিব পরিবারের ছবি উত্তরে বা পূর্ব এবং উত্তরে একটি কোণে রাখতে পারেন। হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, ভগবান শিব উত্তর দিকে অবস্থিত কৈলাসে অবস্থান করেন। উত্তর দিকের অধিপতি হলেন কুবের ও তিনি শিবের সর্বশ্রেষ্ঠ ভক্তদের একজন। তাই শিব পরিবারের ছবি রাখলে বাড়িতে উন্নতি ও সাফল্যের বন্যা দেখা যায়।

৩. পুজোর ঘরে শিব বা তাঁর পরিবারের ছবি রাখতে পারেন। তবে বেডরুমে কখনও শিব পরিবারের ছবি রাখবেন না।

৪. মনে রাখতে হবে, যেখানে শিব পরিবারের ছবি লাগাচ্ছেন সেখানে বাথরুমের দরজা যেন খোলা না থাকে। যে দেওয়ালে শিব পরিবারের ছবি লাগাবেন, তার পিছনে বাথরুম থাকা উচিত নয় একেবারেই।

৫. শিব পরিবারের ছবি-সহ জায়গায় আলো ও বাতাস যেন চলাচল করে। তাতে বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি করে। শিব পরিবারের ছবি যেন সঠিক অবস্থানে থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে।

৬. শিব পরিবারের ছবি নির্বাচন করার সময়, মনে রাখতে হবে যে ভগবান শিব,পার্বতী ও সমস্ত সদস্য যেন বসার ভঙ্গিতে খুশি মুখে থাকেন। এমন ছবি আপনার বাড়িতে সমৃদ্ধি, সুখ ও শান্তি বজায় থাকে।

৭. কখনও বাড়িতে বা পুজোর ঘরে শিব ও পার্বতীর উগ্র রূপের মূর্তি বা ছবি রাখবেন না। উভয়েই অসাধারণ শক্তির প্রতীক। তাই সবসময় শিব ও পার্বতীর শান্ত ও মূর্তি রাখা উচিত।