ভগবানের আশীর্বাদ পাওয়া দুষ্কর, কিন্তু কথায় আছে, মহাদেবের রুদ্র রূপ ভয়ংকর হলেও তাঁকে খুশি করা খুব সহজ। মহাদেব গোটা সংসারের দেবতা। সাধারণ মানুষ থেকে স্বর্গের দেব-দেবীরাও মহাদেবাদিদেবকে পুজো করে থাকেন। শিবের আরাধনা বাড়িতে বসেও করা যায়, তাই আশীর্বাদ পেতে বেশ কিছু সহজ উপায় রয়েছে, যেগুলি মেনে চললে মোক্ষলাভ করতে পারেন। ভোলেনাথের আশীর্বাদপ্রাপ্ত হলে ভক্তের জীবনে কখনও কোনও বাধা আসতে পারে না। ভগবান শিব সর্বদা তাঁর ভক্তের পাশে থাকার চেষ্টা করেন। শিবরাত্রির দিন বাড়িতে বসেই কীভাবে পুজো করা হয়, তা জেনে নিন…
বাড়িতে কীভাবে মহাশিবের পুজো করবেন?
– ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য প্রতিদিন মহামৃত্যুঞ্জয় জপ করুন। এর জেরে ভক্তের জীবনে ও পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। বাড়ির পরিবেশ ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়।
– বাড়িতে যদি শিবলিঙ্গ স্থাপনের কথা ভাবেন, তাহলে বেল গাছের নিচে তা প্রতিষ্ঠা করা যেতে পারে। বেল পাতাগুলি ভোলেবাবার খুব প্রিয়, এতে ভক্ত পুণ্যলাভ করতে পারবেন। এর ফলে জীবনে আসা সব বাধা দূর হয়ে যেতে পারে।
– শিবকে নৈবেদ্য হিসেবে চাল অর্পণ করুন। তবে সেই চাল যেন খণ্ডিত বা ভাঙা না হয়। সোমবার দই, সাদা কাপড়, দুধ ও চিনি দান করা শুভ বলে মনে করা হয়। ভোলেনাথ এই দানে খুশি থাকতে পারেন।
– অর্থের অভাব দূর করতে, সোমবার শিব রক্ষা স্রোত পাঠ করা উচিত। কালো তিল মিশ্রিত কাঁচা চাল দান করলে ঘর ধন-শস্যে ভরে যায়। পিত্র দোষের প্রভাব থেকে মুক্তি পায়।
– বুধবার এই পদ্ধতিতে গণেশের পুজো করুন, বাড়ির সদস্যদের উন্নতি থেমে যাবে না, সুখ-শান্তিও বজায় থাকবে।
– বাড়িতে নিত্যদিন ঝামেলা-অশান্তি? গৃহে সুখ, শান্তি ও সমৃদ্ধি পেতে হলে এই প্রতিকারটি প্রতিবার মেনে চলুন। সোমবার, ভোলেনাথকে ঘি, চিনি ও গমের আটার Lord Shivaভোগ নিবেদন করুন, শিবের পূজা করে আরতি করুন।
(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)