Palmistry 2022: হাতে রেখায় অর্ধচন্দ্রের চিহ্ন! থাকলে আপনি কেমন মানুষ?

Half-Moon Pattern: এই রেখা যদি সুন্দর ও পরিস্কার করে ফুটে ওঠে, তাহলে বোঝা যাবে আপনি কেমন মানুষ। কোন মানুষের হৃদয় কেমন সবই বোঝা সম্ভব।

Palmistry 2022: হাতে রেখায় অর্ধচন্দ্রের চিহ্ন! থাকলে আপনি কেমন মানুষ?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2022 | 6:28 PM

হাতের রেখা (Palmistry) আপনার জীবনের অনেক অজানা কথাই বলে দেবে। আপনি মানুষ হিসেবে কেমন, তাও বলে দেবে আপনার হাতের রেখা। জ্যোতিষমতে, এই হাতের রেখা (Palm Lines) সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। হাতের প্রতিটি রেখার অর্থ জড়িয়ে রয়েছে ব্যক্তিগত জীবনে মধ্যে। জ্যোতিষদের মতে, হাতে এমন কয়েকটি হাতের রেখা রয়েছে, যেগুলি জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মত ইঙ্গিত করে। হৃদয়রেখা, আয়ুরেখা, শীর্ষরেখা– তা অনেক রেখাই হাতে দেখেছেন বা রেখা নিয়ে শুনেছেন অনেক কথা। অনেকে জ্যোতিষ মানেন না, কিন্তু হাতের রেখা জীবনের কোন কোন পর্যায়ে মোড় নিতে চলেছে, তা নিয়ে আগ্রহের শেষ নেই। হস্তরেখা মানুষ সম্পর্কে অনেক কিছু বুঝিয়ে দেয় একথা চিরন্তন সত্য। জ্যোতিষ শাস্ত্র প্রাচীন মুনি ঋষিদের অনেক তপস্যার ফল। লেখাপড়া, চাকরি , বিবাহ , ব্যবসা , অতীত , ভবিষ্যত সবই জানা যায় আপনার হাতের করতলে তালুর রেখা থেকে।

এবার আপনার সম্বন্ধে বিশেষ কিছু জানার জন্য দুই হাত জোড়া করলে অর্ধচন্দ্র তৈরি হচ্ছে কিনা লক্ষ করুন। দুই হাত মিলিয়ে অর্ধচন্দ্র সকলেরই হয়। কিন্তু, সবার সমান হয় না। এবড়ো-খেবড়ো বেশি থাকে। আপনার নিজের হাত নিজে দেখে নিন। দুই হাতের তালু পাশাপাশি রাখুন। দেখুন দুই হাতেই কনিষ্ঠ আঙুলের ঠিক নীচ থেকে একটি করে রেখে তর্জনির দিকে এগিয়ে গিয়েছে এবং রেখাটি মধ্যমা ও তর্জনির মধ্যবর্তী জায়গায় কিছুটা উপরের দিকে উঠে গিয়েছে। এবার পাশপাশি দু’টি হাতের তালু রেখে দেখুন একটি অর্ধচন্দ্র তৈরি হয়েছে। সকলেরই কমবেশি অর্ধচন্দ্র তৈরি হবে কিন্তু সেটি ঠিক কেমন হয়েছে তার উপরে নির্ভর করছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য। আর তার সঙ্গে সঙ্গে আপনার ভাগ্য।

বেশিরভাগ লোকের হাতের দুটি তালু একত্রিত করলে একটি অর্ধ-চাঁদের রেখা তৈরি হয়ে থাকে। যার অর্থ হল আপনার একটি দৃঢ়-মনের এবং স্ব-দৃঢ় ব্যক্তিত্ব রয়েছে। এবড়ো খেবড়ো হলে তা অন্য অর্থ তৈরি হয়। তবে পরিস্কার অর্ধচন্দ্র দেখা দিলে সেটি সৌভাগ্যের অর্ধচন্দ্র।

একটি সুন্দর অর্ধচন্দ্র রেখা তৈরি হয়েছে তবে মনে রাখবেন আপনি অত্যন্ত কঠোর মনের মানুষ। আপনার ভাগ্য আপনি নিজেই গড়ে নেন। কর্মক্ষেত্র আপনি সাফল্য পান। আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে। তবে মনে রাখবেন সকলের হাতেই এমন অর্ধচন্দ্র তৈরি হয় না। অনেকের ক্ষেত্রে দু’টি রেখা মিলিয়ে প্রায় সরলরেখার কাছাকাছি চেহারা নেয়। এমন যাদের হৃদয় রেখা, তাঁরা খুবই হৃদয়বান হন। সহজ, সরল জীবন পছন্দ করেন। কঠিন সিদ্ধান্ত নিতে হলে অপরের উপরে নির্ভর করেন। জ্যোতিষবিদ্য়া অনুসারে, আপনি শান্ত স্বভাবের। আপনার শৈশবের বন্ধু বা বিদেশে বসবাসকারী কারও সঙ্গে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কোন কিছু করতে গিয়ে ভয়ে পিছিয়ে আসেন না। ভিড়ের মধ্যে আলাদা করে তোলার সব ক্ষমতা আপনার মধ্যে রয়েছে।

এই রেখা যদি সুন্দর ও পরিস্কার করে ফুটে ওঠে, তাহলে বোঝা যাবে আপনি কেমন মানুষ। কোন মানুষের হৃদয় কেমন সবই বোঝা সম্ভব। দুই হাতের হৃদয় রেখা মিলে যত বেশি অর্ধচন্দ্রাকৃতি হবে, তবে সেই মানুষও তত বেশি কঠোর মানসিকতার। আবার যত বেশি সরলরেখার মতো হবে ততবেশি কোমল হৃদয়ের মানুষ। চারিত্রিক বৈশিষ্ট্য অনুসারেই তৈরি হয় মানুষের নিজের জগৎ , সাংসারিক, পরিবেশ ক্ষেত্রের সফলতা, ব্যর্থতা, সুখ ও দুঃখ। হস্তরেখার মতে, আপনার জীবন আপনার হাতে!