Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UEM: ‘পড়াশোনা ও খেলাধূলা পরস্পরের পরিপূরক’, সর্বভারতীয় প্রতিযোগিতায় সাফল্যে বার্তা ইউইএম-র

UEM: পড়ুয়াদের সামগ্রিক শিক্ষার প্রতি UEM জয়পুর যে দায়বদ্ধ, এই সাফল্য তা তুলে ধরে। যেখানে পড়াশোনায় তীক্ষ্ণ নজর দেওয়ার পাশাপাশি খেলাধুলো ও অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিতে পড়ুয়াদের উৎসাহ দেওয়া হয়। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেন পরস্পরের পরিপূরক।

UEM: 'পড়াশোনা ও খেলাধূলা পরস্পরের পরিপূরক', সর্বভারতীয় প্রতিযোগিতায় সাফল্যে বার্তা ইউইএম-র
প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রাখলেন UEM জয়পুরের প্রতিযোগীরা
Follow Us:
| Updated on: Jan 17, 2025 | 5:50 PM

জয়পুর: চোখ ধাঁধানো পারফরম্যান্স। নজরকাড়া স্পোর্টসম্যানশিপ। সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় গাটকা প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রাখল জয়পুরের ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (UEM)। পুরুষ ও মহিলা-দুই বিভাগেই UEM-র মুখ উজ্জ্বল করলেন প্রতিযোগীরা।

মহিলা বিভাগে চারটি ব্রোঞ্জ পদক পেয়েছেন UEM জয়পুরের যোগা ডিপার্টমেন্টের ছাত্রীরা। ব্রোঞ্জ পেয়েছেন পূজা রাওয়াত, মমতা, মনীষা চৌধুরি এবং অনিশা গুর্জর। দক্ষতা ও একাগ্রতার পরিচয় দিলেন তাঁরা। তাঁদের সাফল্যে উচ্ছ্বসিত সহপাঠীরা। গর্বিত ইউইএম।

প্রতিযোগিতায় চোখ ধাঁধানো পারফরম্যান্স UEM জয়পুরের

পড়ুয়াদের সামগ্রিক শিক্ষার প্রতি UEM জয়পুর যে দায়বদ্ধ, এই সাফল্য তা তুলে ধরে। যেখানে পড়াশোনায় তীক্ষ্ণ নজর দেওয়ার পাশাপাশি খেলাধুলো ও অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিতে পড়ুয়াদের উৎসাহ দেওয়া হয়। পড়াশোনা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেন পরস্পরের পরিপূরক। সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় এই গাটকা প্রতিযোগিতায় সাফল্য এসেছে অ্যাথলিট এবং তাঁদের মেন্টরদের কঠোর পরিশ্রম এবং বিশ্ববিদ্যালয়ের নিরন্তর সমর্থনের জেরে।

এই সাফল্য একদিকে জাতীয় স্তরে UEM জয়পুরের মর্যাদা বাড়িয়েছে। আবার ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নকে ব্যালেন্স করে পড়ুয়াদের মধ্যে খেলাধূলার প্রতি উৎসাহ বাড়িয়েছে।