London Olympics 2012: ফিরে দেখা: লন্ডন অলিম্পিক; মনে পড়ে মেরি কমের ‘পাঞ্চ’, সাইনার ‘শাটলে’ ইতিহাস?
লন্ডন অলিম্পিকে ভারত থেকে মোট ৮৩জন প্লেয়ার অংশ নিয়েছিলেন ১৩টি ইভেন্টে। সে বার ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পান ভারতীয় অ্যাথলিটরা। সাইনা নেহওয়াল এবং মেরি কম লন্ডন অলিম্পিকে ভারতের দুই চর্চিত নারী।
কলকাতা: দরজায় কড়া নাড়ছে প্যারিস অলিম্পিক (Paris Olympics)। তার আগে ফিরে দেখা অলিম্পিকে ভারতের অতীতের সাফল্য। টোকিও অলিম্পিকের আগে লন্ডন অলিম্পিকেই ভারতীয় অ্যাথলিটরা সবচেয়ে বেশি পদক পেয়েছিলেন। এখনও অবধি অলিম্পিকের ইতিহাসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৩৫টি পদক। গ্রেটেস্ট শো অন দ্য আর্থ থেকে ১০টি সোনা, ৯টি রুপো ও ১৬টি ব্রোঞ্জ পেয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। টোকিও থেকে ১টি সোনা সহ মোট ৭টি পদক দেশকে দিয়েছিলেন নীরজ চোপড়া-মীরাবাঈ চানুরা। তার আগে লন্ডন অলিম্পিক থেকে এসেছিল মোট ৬টি পদক। মেরি কমের পাঞ্চ থেকে সাইনা নেহওয়ালের শাটল ছিল সে বার সবচেয়ে উজ্জ্বল।
লন্ডন অলিম্পিকে ভারত থেকে মোট ৮৩জন প্লেয়ার অংশ নিয়েছিলেন ১৩টি ইভেন্টে। সে বার ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ পান ভারতীয় অ্যাথলিটরা। সাইনা নেহওয়াল এবং মেরি কম লন্ডন অলিম্পিকে ভারতের দুই চর্চিত নারী। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন সাইনা নেহওয়াল। প্রথম ভারতীয় শাটলার হিসেবে ব্যাডমিন্টনে পদক পান সাইনা। এর আগের অলিম্পিকের সংস্করণগুলিতে কোনও ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার পদক পাননি।
সাইনার মতো মেরি কমও লন্ডন অলিম্পিকে ইতিহাস গড়েছিলেন। বক্সিংয়ে মেরির আগে কোনও ভারতীয় অ্যাথলিট পদক জেতেননি। তাই ২০১২ সালের অলিম্পিকে মেরির পাঞ্চ অনেকের মনে রাখার মতো। সাইনা ও মেরি ছাড়া লন্ডন অলিম্পিক থেকে ভারতকে পদক এনে দিয়েছিলেন বিজয় কুমার, গগন নারাং, যোগেশ্বর দত্ত ও সুশীল কুমার।
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন গগন। পুরুষদের ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল শুটিংয়ে রুপো পেয়েছিলেন বিজয় কুমার। দুটি শুটিংয়ের পাশাপাশি বাকি ২টি পদক আগে কুস্তি থেকে। পুরুষদের ফ্রিস্টাইল ৬০ কেজি ও ৬৬ কেজি বিভাগে যথাক্রমে ব্রোঞ্জ ও রুপো পান যোগেশ্বর দত্ত ও সুশীল কুমার। ২০০৮ বেজিং অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পেয়েছিলেন। সেই তিনিই ২০১২-র অলিম্পিকে পদকের রং বদলে পান রুপো। ব্যক্তিগত ইভেন্টে জোড়া পদক পাওয়া প্রথম অ্যাথলিট হন তিনি।