কোয়ারান্টিনে থেকেই পার্টনার খুঁজছেন বোপান্না

তাঁর পর্তুগিজ পার্টনার জোয়াও সুসা করোনা সংক্রমণের জন্য টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর পরিবর্তে নতুন পার্টনারও খুঁজতে হচ্ছে বোপান্নাকে।

কোয়ারান্টিনে থেকেই পার্টনার খুঁজছেন বোপান্না
কোয়ারান্টিনে থেকেই পার্টনার খুঁজছেন বোপান্না
Follow Us:
| Updated on: Jan 27, 2021 | 6:22 PM

মেলবোর্ন: হোটেলের রুমের দেওয়াল এখন তাঁর প্র্যাক্টিস পার্টনার। সেই সঙ্গে অনলাইন কোর্সও করছেন। অস্ট্রেলিয়ান ওপেনের আগে এই হল রোহন বোপান্নার (Rohan Bopanna) দিনলীপি। ১৪ দিনের কয়োরান্টিনে কাটাতে হবে ভারতীয় টেনিস তারকাকে। দশ দিন কাটিয়ে ফেলেছেন। মুক্তির জন্য আর চার দিন লাগবে তাঁর। শুধু তাই নয়, তাঁর পর্তুগিজ পার্টনার জোয়াও সুসা করোনা সংক্রমণের জন্য টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁর পরিবর্তে নতুন পার্টনারও খুঁজতে হচ্ছে বোপান্নাকে।

আরও পড়ুন: শুরুতেই হার সিন্ধুর, প্রশ্ন ফর্ম নিয়ে

মেলবোর্নের কোয়ারান্টিনেই বোপান্না বলেছেন, ‘যদি আপনার করোনা পজিটিভ হয়, তা হলে কোয়ারান্টিন পর্বটা খুব কঠিন হতে পারে। কিন্তু আপনার ফ্লাইটে থাকা কারও যদি হয়, তা হলেও যে হতে পারে, সেটা এই প্রথম বুঝতে পারছি। আমার কোচ স্কট ডেভিডহফ ছিলেন ওই রকম একটা ফ্লাইটে। তাই ওঁকে কড়া ভাবে বলা যাতে ১৪ দিনের কোয়ারান্টিন মেনে চলেন।’

বোপান্না অবশ্য অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকদের পাশেই দাঁড়াচ্ছেন। বোপান্না বলছেন, ‘প্র্যাক্টিসে নামা অনেক দূরের কথা রুমের বাইরে যাওয়ারও অনুমতি নেই। খুব বেশি হলে হোটেলের রুমের দেওয়াল ব্যবহার করে কিছুটা প্র্যাক্টিস করতে পারি। আর সেই সঙ্গে কিছুটা ফিটনেস ট্রেনিং করতে পারি। উবের ইটস আমাদের ঘরে খাবার দিয়ে যাচ্ছে।’

আরও পড়ুন:  ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম

একই সঙ্গে ভারতীয় টেনিস প্লেয়ার বলেছেন, ‘টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ টিলে দারুণ কাজ করছেন। প্রতি দিন জুম কলে প্রত্যেকের সঙ্গে কথা বলা হচ্ছে। যাতে কারও কোনও রকম অসুবিধা না হয়।’

এই অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে দারুণ সমস্যায় পড়েছেন বোপান্না। তাঁর পর্তুগিজ পার্টনার জোয়াও সুসা করোনা সংক্রমণের জন্য টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মেলবোর্নে কোয়ারান্টিনে আছেন, এমন কাউকে পার্টনার হিসেবে চাইছেন বোপান্না। ‘একে আমি অনেক দিন প্র্যাক্টিস করিনি। তার উপর আমার পার্টনার নেই। পরিবর্ত হিসেবে কাউকে খুঁজে বের করার চেষ্টা করছি। যাকে নিয়ে এখানে খেলতে পারব। কিন্তু চিন্তা কমছে না। যা প্রস্তুতি, তাতে খুব একটা ভালো খেলতে পারব কিনা জানি না।’