অলিম্পিকের প্রস্তুতি শুরু সিন্ধু-সাইনার

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee

Jan 03, 2021 | 9:05 PM

করোনা মহামারির জন্য বিশ্বব্যাপী সব ব্যাডমিন্টন টুর্নামেন্ট স্থগিত ছিল। দীর্ঘ ১০ মাস পর আবার ব্যাডমিন্টন ইভেন্ট শুরু হচ্ছে। জানুয়ারি মাসে দুটি সুপার ইভেন্টই আয়োজিত হবে থাইল্যান্ড। এই দুটি সুপার ইভেন্টের দিকে এখন সবার নজর।

1 / 5
শনিবার হায়দরাবাদ থেকে দুবাই হয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন  ভারতীয় শাটলাররা।

শনিবার হায়দরাবাদ থেকে দুবাই হয়ে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হন ভারতীয় শাটলাররা।

2 / 5
পরুপল্লী কাশ্যপ স্ত্রী সাইনার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, "দীর্ঘদিন পর প্রথম টুর্নামেন্ট ... টুর্নামেন্টের অপেক্ষায় ... থাইল্যান্ড ওপেন ২০২১।"

পরুপল্লী কাশ্যপ স্ত্রী সাইনার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, "দীর্ঘদিন পর প্রথম টুর্নামেন্ট ... টুর্নামেন্টের অপেক্ষায় ... থাইল্যান্ড ওপেন ২০২১।"

3 / 5
ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন অনুষ্ঠিত হবে ১২-১৭ জানুয়ারি এবং টয়োটো থাইল্যান্ড ওপেন অনুষ্ঠিত হবে ১৯-২৪ জানুয়ারি।

ইয়োনেক্স থাইল্যান্ড ওপেন অনুষ্ঠিত হবে ১২-১৭ জানুয়ারি এবং টয়োটো থাইল্যান্ড ওপেন অনুষ্ঠিত হবে ১৯-২৪ জানুয়ারি।

4 / 5
পিভি সিন্ধু রবিবার লন্ডন থেকে থাইল্যান্ডে যাবেন ।

পিভি সিন্ধু রবিবার লন্ডন থেকে থাইল্যান্ডে যাবেন ।

5 / 5
 সাই প্রনীতও থাইল্যান্ডের দুটি সুপার ইভেন্টে অংশগ্রহন করবেন ।

সাই প্রনীতও থাইল্যান্ডের দুটি সুপার ইভেন্টে অংশগ্রহন করবেন ।

Next Photo Gallery