বার্মিংহ্যাম: বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে (Birmingham Commonwealth Games 2022) শুক্রবারই পদক নিশ্চিত করে ইতিহাস গড়ে ফেলেছিলেন ভারতের তারকা প্যাডলার ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। এ বার আজ, শনিবার তিনি সোনার ইতিহাস কি গড়তে পারবেন? কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভাবিনা প্রথম ভারতীয় প্যাডলার হিসেবে পদক নিশ্চিত করেছেন। টোকিও প্যারালিম্পিকে রুপোজয়ী ভাবিনার কাছ থেকে কমনওয়েলথে সোনার আশায় রয়েছে দেশবাসী।
প্যারা টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের সেমিফাইনালে ইংল্যান্ডের সু বেইলিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠেন ভাবিনা। মহিলাদের সিঙ্গলসের ক্লাস ৩-৫ বিভাগের সেমিফাইনাল ম্যাচের তিন গেমের ফল ১১-৬, ১১-৬, ১১-৬ ভাবিনার পক্ষে। দাপট দেখিয়ে সু বেইলিকে হারিয়ে দেশের জন্য পদক নিশ্চিত করেছেন ভাবিনা।
ভাবিনা প্যারা অ্যাথলিট হিসেবে এ বারের কমনওয়েলথ গেমস থেকে দেশকে দ্বিতীয় পদক দিতে চলেছেন। এর আগে পুরুষদের প্যারা পাওয়ারলিফ্টিংয়ে পুরুষদের হেভিওয়েট বিভাগে ৮৭.৩০ কেজির সুধীর ভারতকে সোনা এনে দিয়েছেন। ইতিহাস গড়েছেন সুধীর। কারণ, কমনওয়েলথ গেমসের ওই ইভেন্ট থেকে ভারত এর আগে পদক পায়নি। এ বার ৩৫ বছরের ভাবিনার ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম তোলার পালা। আজ ভাবিনা নামবেন নাইজেরিয়ার ক্রিশ্চিয়ানা ইকপেওয়ির বিরুদ্ধে। দুপুর ১টা নাগাদ হবে মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ এর ফাইনাল।
And she does it again! Congratulations @BhavinaOfficial on making it into the finals. Another medal assured @birminghamcg22. Good luck for tomorrow and keep shining! ???? @Media_SAI @ParalympicIndia @ianuragthakur @NisithPramanik @IndiaSports pic.twitter.com/2zrkewVPx6
— Deepa Malik PLY (@DeepaAthlete) August 5, 2022
উল্লেখ্য, ভাবিনা ফাইনালে উঠলেও মহিলাদের সিঙ্গলস ক্লাস ৩-৫ এর সেমিফাইনালে হতাশ করেছেন ভারতের সোনাল প্যাটেল (Sonal Patel)। সোনাল নাইজিরিয়ার ইকপেওয়ির কাছে ৩-১ ব্যবধানে হেরে গেলেন। এ ছাড়াও আরেক ভারতীয় প্যাডলার রাজ অরবিন্দনও (Raj Aravindan) সেমিফাইনালে হেরে গিয়েছেন। তিনি পুরুষদের সিঙ্গলস ক্লাস ৩-৫ সেমিফাইনালে নাইজিরিয়ার প্যাডলারের কাছেই হারেন। তবে দু’জনের কাছেই এখনও একটা শেষ সুযোগ থাকছে এ বার দেশকে পদক এনে দেওয়ার। আজ, শনিবার সোনাল এবং অরবিন্দন ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন।