বার্মিংহ্যাম: বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন মোট তিনটি পদক জিতল ভারত। দুটি পদক এল জুডোতে। একটি ভারোত্তোলনে। সব মিলিয়ে পদক সংখ্যা পৌঁছল ৯। ভারোত্তোলনে ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ হরজিন্দর কৌরের। জুডোতে রুপো সুশীলা দেবী (Sushila Devi) এবং ব্রোঞ্জ জিতলেন বিজয় যাদব (Vijay Kumar Yadav)। পুরুষদের টেবিল টেনিসে টিম ইভেন্টে নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারাল ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-০ হারিয়েছে ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের সামনে মালয়েশিয়া। লন বল ফোর-এর ফাইনালে উঠেছে ভারত।
টেবল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে নাইজেরিয়াকে ৩-০ হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। পদক নিশ্চিত।
ভারোত্তোলনে ফের পদক ভারতের ঝুলিতে। মেয়েদের ৭১ কেজি বিভাগে নাটকীয়ভাবে ব্রোঞ্জ পদক পেলেন হরজিন্দর কৌর। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন ও জার্কে ১১৯ কেজি ওজন তোলেন তিনি। সবমিলিয়ে ২১২ কেজি। দিনের তৃতীয় পদক এটি। ভারোত্তোলনে সপ্তম পদক।
Medal Alert ? : Harjinder Kaur wins Bronze medal in Weightlifting (71kg).
? Harjinder lifted total of 212kg (93kg in Snatch + 119kg in C&J).
? Its 9th overall medal for India in this edition & 7th in Weightlifting. #CWG2022 pic.twitter.com/gB4jyEq26k— India_AllSports (@India_AllSports) August 1, 2022
টাইয়ের প্রথম ডাবলস ম্যাচ জিতলেন সাতিয়ান গণেশেখরন এবং হরমীত দেশাই। পরের সিঙ্গলস ম্যাচ শরথ কমলের। প্রতিপক্ষ অভিজ্ঞ কাদেরি অরুণা।
দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি ওজ তুললেন সুশীলা দেবী। তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি।
সোনা, রুপো না হলেও ব্রোঞ্জ পদকের আশায় হরজিন্দর কৌর। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের প্রথম প্রচেষ্টায় তুললেন ১১৩ কেজি।
২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ সজন প্রকাশ।
ফাইনালে উঠে গেল ভারতীয় মিক্সড ব্যাডমিন্টন টিম। সিঙ্গাপুরের প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ সিঙ্গলস ম্যাচ লক্ষ্য সেন স্ট্রেট গেমে জিততেই ফাইনালে পা রাখেন সিন্ধুরা। সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলল ব্যাডমিন্টন টিম।
মিক্সড ব্যাডমিন্টনের সেমিফাইনালে ২-০তে এগিয়ে ভারতীয় দল। প্রথম ডাবলস ম্যাচ ২১-১১, ২১-১২ গেমে জেতে স্বস্তিক-চিরাগ জুটি। টাইয়ের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচ ২১-১১, ২১-১২ গেমে জেতেন পিভি সিন্ধু। প্রতিপক্ষ ছিলেন সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিন।
মেয়েদের আনইভেন বারের ফাইনালে শীর্ষ আটে শেষ করতে পারলেন না জিমন্যাস্ট রুথুজা নটরাজ।
মহিলাদের ৭১ কেজি বিভাগে পদকের জন্য লড়ছেন হরজিন্দর কৌর।
কমনওয়েলথে পদকের আশা আরও এক বাঙালির কাছে। স্কোয়াশের মেনস সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সৌরভ ঘোষাল। স্কটল্যান্ডের গ্রেগ লোভানকে ১১-৫, ৭-১১, ১১-৮, ১১-৩ গেমে হারান। ফাইনালে তাঁর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের টপ সিড পল। ম্যাচ মঙ্গলবার।
পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন ভারতের বিজয় কুমার যাদব। সাইপ্রাসের পেট্রোস ক্রিস্টোডৌলিডকে হারালেন বিজয়।
কমনওয়েলথে মহিলাদের ৪৮ কেজি বিভাগে জুডোতে রুপো পেলেন ভারতের জুডোকা সুশীলা দেবী। দক্ষিণ আফ্রিকার মাইকেলা হোয়াইটবুইয়ের কাছে সোনার পদকের ম্যাচে হেরে গেলেন সুশীলা। গ্লাসগো কমনওয়েলথ গেমসে এর আগে রুপো পেয়েছিলেন সুশীলা।
পুল-বি এর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-৪ ড্র করে মাঠ ছাড়ল ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে পুল-বি এর দ্বিতীয় ম্যাচে তৃতীয় কোয়ার্টারের শেষে ৩-১ এগিয়ে ভারত।
ইংল্যান্ডের বিরুদ্ধে পুল-বি এর দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ার্টারের শেষে ২-০ এগিয়ে ভারত।
পুল-বি এর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামল ভারত।
আজ রাত ১০টা নাগাদ শুরু হবে ভারতের মিক্সড দলের সেমিফাইনাল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গপুর।
Our best wishes to #Badminton team for their campaign tonight at #CommonwealthGames2022 ?
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/XQp2zyDyNO
— SAI Media (@Media_SAI) August 1, 2022
মহিলাদের ভারোত্তোলনের ৭১ কেজি বিভাগে আজ রাত ১১ টায় নামবেন ভারতের হরজিন্দর কৌর।
All the best to ? Harjinder Kaur for her event tonight at #CommonwealthGames2022 ?️♀️
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/Gs1DVJI0yL
— SAI Media (@Media_SAI) August 1, 2022
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হলি নটনের কাছে ৩-০ ব্যবধানে হেরে গেলেন জোৎস্না চিনাপ্পা।
মহিলাদের ভল্টের ফাইনাল থেকে পদক এল না ভারতের ঝুলিতে।৫ নম্বরে শেষ করলেন প্রণতি।
জুডোতে মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে পৌছে গেলেন ভারতের সুশীলা দেবী। গোল্ড মেডেল ম্যাচে তাঁর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মাইকেলা হোয়াইটবুই।
জুডোতে মহিলাদের ৫৭ কেজি বিভাগে সূচিকা তারিয়াল ও পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের জসলীন সিং নামতে চলেছেন ব্রোঞ্জ পদক ম্যাচে।
#Judo ? Update
Suchika Tariyal (W -57kg) wins her repechage bout, will next play for Bronze #Cheer4India #India4CWG2022
— SAI Media (@Media_SAI) August 1, 2022
জুডোতে পুরুষদের ৬০ কেজি বিভাগে জিতলেন ভারতের বিজয় সিং যাদব। উইন্সলে গানগায়ার বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে বিজয়।
স্কোয়াশে মেয়েদের প্লেট কোয়ার্টার ফাইনালে জিতলেন ভারতের সুনয়না সারা কুরুভিল্লা। শ্রীলঙ্কার চান্থিমা সিনালেকে ১১-৩, ১১-২, ১১-২ ব্যবধানে হারালেন সুনয়না।
পুরুষদের ৫১ কেজি বিভাগের শেষ ১৬ এর লড়াইয়ে ৫-০ ব্যবধানে জিতলেন ভারতের অমিত পাঙ্ঘাল। নামরি বেরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অমিত।
#Boxing Update @Boxerpanghal ?starts off his campaign with a win against Namri Berri (VAN) by a unanimous decision in his 51kg round of 16 bout! ??
With this our Champ advances to the Quarter-Finals ??#Cheer4India #IndiaTaiyaarHai#India4CWG2022 pic.twitter.com/qjZVDEuxEV
— SAI Media (@Media_SAI) August 1, 2022
পুরুষদের ৫১ কেজি বিভাগের রাউন্ড অব ১৬ এর লড়াইয়ে নেমে পড়েছেন অমিত পাঙ্ঘাল
Get ready to see @Boxerpanghal in action today ⚡at #CommonwealthGames2022 ?
All the best Champ ?
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/6xqAO3k0lc
— SAI Media (@Media_SAI) August 1, 2022
পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই হিট-৬ তে ৭ নম্বরে শেষ করলেন ভারতের সজন প্রকাশ। তিনি সময় নিলেন ৫৪.৩৬।
মহিলাদের ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হ্যারিয়েট বনফেসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের জুডোকা সুশীলা দেবী লিকমাবাম।
ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৭৬ কেজি। এই মুহূর্তে শীর্ষে অজয়…
ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৭২ কেজি। এই মুহূর্তে শীর্ষে অজয়…
নিশ্চিত হল ভারতের আরও এক পদক। ১৬-১৩ ব্য়বধানে নিউজিল্যান্ডকে হারিয়ে লন বলের ফাইনালে ভারতের মেয়েরা। এই প্রথম বার কমনওয়েলথ গেমস থেকে লন বলে পদক আসছে ভারতের ঝুলিতে।
ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে স্ন্যাচে তৃতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৪৩ কেজি
ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে স্ন্যাচে দ্বিতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৪০ কেজি
ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে স্ন্যাচে প্রথম বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৩৭ কেজি
রক্ত জল করে ছেলেকে মানুষ করেছেন। সেই কষ্ট, পরিশ্রমের ফসল ফলেছে কমনওয়েলথ গেমসের মঞ্চে। ছেলের সাফল্যে গর্বে বুক ভরে যাচ্ছে মা পূর্ণিমা শিউলির।
পড়ুন বিস্তারিত – Achinta Sheuli: ‘গর্বে বুক ভরে যাচ্ছে’, আজ হাসির বাঁধ ভেঙেছে পূর্ণিমার
২০০২ ম্যাঞ্চেস্টার কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনার পদক জেতেন মহম্মদ আলি কামার। কমনওয়েলথ বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন বাংলার আলি কামারই
পড়ুন বিস্তারিত – Commonwealth Games: কর্ণধর মণ্ডল থেকে অচিন্ত্য, কমনওয়েলথ গেমসে ‘সোনার বাংলা’
বাবার মৃত্যুর পর ভারোত্তোলক হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন অচিন্ত্যর দাদা আলোক। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সোনার পদক দাদাকে উৎসর্গ করলেন ২০ বছরের বাঙালির গর্ব
পড়ুন বিস্তারিত – CWG 2022: সংসার টানতে স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন দাদা, সোনার পদক তাঁকেই উৎসর্গ অচিন্ত্যর
এই প্রথমবার কমনওয়েলথে নেমেছিলেন ২০ বছরের অচিন্ত্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সোনা জিতে নিয়েছেন তিনি। আর পদক উৎসর্গ করেছেন নিজের দাদাকে।
পড়ুন বিস্তারিত – CWG 2022: ভারতের গর্ব কমনওয়েলথে সোনাজয়ী বাংলার ছেলে অচিন্ত্য
আজ দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হবে মহিলাদের লন বলের সেমিফাইনাল।
Watch the #LawnBowls Women's team in action in their semi-finals today at 1:30 PM IST
All the best ?
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/nEBEbQ03Rn
— SAI Media (@Media_SAI) August 1, 2022
চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ৫ নম্বরে।
MEDAL TALLY @birminghamcg22 #EkIndiaTeamIndia #WeAreTeamIndia pic.twitter.com/QggyvF6VVv
— Team India (@WeAreTeamIndia) August 1, 2022
ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে আজ নামতে চলেছেন ভারতের অজয় কুমার।
#Weightlifter Ajay Kumar is ready for his event today at #CommonwealthGames2022 ?️♂️
Let's #Cheer4India ??#IndiaTaiyaarHai ?#India4CWG2022 pic.twitter.com/U2paR67JJj
— SAI Media (@Media_SAI) August 1, 2022
আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন
পড়ুন বিস্তারিত – CWG 2022 India Day 4 Schedule: সপ্তাহের প্রথম দিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজরে যে ভারতীয় অ্যাথলিটরা…