CWG 2022 Highlights, Day 4: চতুর্থ দিন মোট তিনটি পদক ভারতের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 02, 2022 | 8:48 AM

Commonwealth Games 2022 Day 4 Live Updates in Bengali: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পঞ্চম দিন আরও পদকের প্রত্যাশা থাকবে ভারতীয় ক্রীড়াবিদদের থেকে।

CWG 2022 Highlights, Day 4: চতুর্থ দিন মোট তিনটি পদক ভারতের
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনের লাইভ আপডেট

Follow Us

বার্মিংহ্যাম: বার্মিংহ্যাম কমনওয়েলথে গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন মোট তিনটি পদক জিতল ভারত। দুটি পদক এল জুডোতে। একটি ভারোত্তোলনে। সব মিলিয়ে পদক সংখ্যা পৌঁছল ৯। ভারোত্তোলনে ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ হরজিন্দর কৌরের। জুডোতে রুপো সুশীলা দেবী (Sushila Devi) এবং ব্রোঞ্জ জিতলেন বিজয় যাদব (Vijay Kumar Yadav)। পুরুষদের টেবিল টেনিসে টিম ইভেন্টে নাইজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারাল ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টের সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-০ হারিয়েছে ভারত। গোল্ড মেডেল ম্যাচে ভারতের সামনে মালয়েশিয়া। লন বল ফোর-এর ফাইনালে উঠেছে ভারত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 02 Aug 2022 02:10 AM (IST)

    টিটির ফাইনালে ভারত

    টেবল টেনিসে পুরুষদের টিম ইভেন্টে নাইজেরিয়াকে ৩-০ হারিয়ে ফাইনালে জায়গা করে নিল ভারত। পদক নিশ্চিত।

  • 02 Aug 2022 01:14 AM (IST)

    ভারোত্তোলন : ব্রোঞ্জ পেলেন হরজিন্দর

    ভারোত্তোলনে ফের পদক ভারতের ঝুলিতে। মেয়েদের ৭১ কেজি বিভাগে নাটকীয়ভাবে ব্রোঞ্জ পদক পেলেন হরজিন্দর কৌর। স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন ও জার্কে ১১৯ কেজি ওজন তোলেন তিনি। সবমিলিয়ে ২১২ কেজি। দিনের তৃতীয় পদক এটি। ভারোত্তোলনে সপ্তম পদক।


  • 02 Aug 2022 01:08 AM (IST)

    টেবল টেনিস: অ্যাকশনে টেবল টেনিস টিম

    টাইয়ের প্রথম ডাবলস ম্যাচ জিতলেন সাতিয়ান গণেশেখরন এবং হরমীত দেশাই। পরের সিঙ্গলস ম্যাচ শরথ কমলের। প্রতিপক্ষ অভিজ্ঞ কাদেরি অরুণা।

  • 02 Aug 2022 01:04 AM (IST)

    ভারোত্তোলন: পদক আসবে হরজিন্দরের ঝুলিতে?

    দ্বিতীয় প্রচেষ্টায় ১১৬ কেজি ওজ তুললেন সুশীলা দেবী। তৃতীয় প্রচেষ্টায় ১১৯ কেজি।

  • 02 Aug 2022 01:00 AM (IST)

    ভারোত্তোলন: ব্রোঞ্জের আশায় হরজিন্দর

    সোনা, রুপো না হলেও ব্রোঞ্জ পদকের আশায় হরজিন্দর কৌর। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের প্রথম প্রচেষ্টায় তুললেন ১১৩ কেজি।

  • 02 Aug 2022 12:50 AM (IST)

    সাঁতার: ব্যর্থ সজন প্রকাশ

    ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ সজন প্রকাশ।

  • 02 Aug 2022 12:25 AM (IST)

    ব্যাডমিন্টন: ফাইনালে সিন্ধুরা, আরও একটি পদক নিশ্চিত

    ফাইনালে উঠে গেল ভারতীয় মিক্সড ব্যাডমিন্টন টিম। সিঙ্গাপুরের প্রতিপক্ষের বিরুদ্ধে শেষ সিঙ্গলস ম্যাচ লক্ষ্য সেন স্ট্রেট গেমে জিততেই ফাইনালে পা রাখেন সিন্ধুরা। সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলল ব্যাডমিন্টন টিম।

  • 02 Aug 2022 12:18 AM (IST)

    ব্যাডমিন্টন: সেমিফাইনালে এগিয়ে সিন্ধুরা

    মিক্সড ব্যাডমিন্টনের সেমিফাইনালে ২-০তে এগিয়ে ভারতীয় দল। প্রথম ডাবলস ম্যাচ ২১-১১, ২১-১২ গেমে জেতে স্বস্তিক-চিরাগ জুটি। টাইয়ের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচ ২১-১১, ২১-১২ গেমে জেতেন পিভি সিন্ধু। প্রতিপক্ষ ছিলেন সিঙ্গাপুরের ইয়ো জিয়া মিন।

  • 02 Aug 2022 12:13 AM (IST)

    জিমন্যাস্টিক্স আপডেট

    মেয়েদের আনইভেন বারের ফাইনালে শীর্ষ আটে শেষ করতে পারলেন না জিমন্যাস্ট রুথুজা নটরাজ।

  • 02 Aug 2022 12:10 AM (IST)

    ভারোত্তোলন: স্ন্যাচে ৯৩ কেজি তুললেন হরজিন্দর

    • শুরুটা ভাল হল না হরজিন্দরের। স্ন্যাচের প্রথম প্রয়াসে লক্ষ্য ছিল ৯০ কেজি। ব্যর্থ হন তিনি।

     

    • দ্বিতীয় প্রচেষ্টায় ৯০ কেজি ভার তুললেন হরজিন্দর।

     

    • তৃতীয় প্রচেষ্টায় ৯৩ কেজি ওজন তুলতে সফল ভারতীয় ভারোত্তোলক।
  • 02 Aug 2022 12:05 AM (IST)

    ভারোত্তোলন: পদকে চোখ হরজিন্দর কৌরের

    মহিলাদের ৭১ কেজি বিভাগে পদকের জন্য লড়ছেন হরজিন্দর কৌর।

  • 02 Aug 2022 12:02 AM (IST)

    স্কোয়াশের সেমিফাইনালে সৌরভ ঘোষাল

    কমনওয়েলথে পদকের আশা আরও এক বাঙালির কাছে। স্কোয়াশের মেনস সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সৌরভ ঘোষাল। স্কটল্যান্ডের গ্রেগ লোভানকে ১১-৫, ৭-১১, ১১-৮, ১১-৩ গেমে হারান। ফাইনালে তাঁর প্রতিপক্ষ নিউজিল্যান্ডের টপ সিড পল। ম্যাচ মঙ্গলবার।

  • 01 Aug 2022 10:18 PM (IST)

    জুডো: এ বার আরও একটি ব্রোঞ্জ এল ভারতের ঝুলিতে

    পুরুষদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ পেলেন ভারতের বিজয় কুমার যাদব। সাইপ্রাসের পেট্রোস ক্রিস্টোডৌলিডকে হারালেন বিজয়।

     

     

     

  • 01 Aug 2022 10:14 PM (IST)

    জুডো: রুপো পেলেন সুশীলা দেবী

    কমনওয়েলথে মহিলাদের ৪৮ কেজি বিভাগে জুডোতে রুপো পেলেন ভারতের জুডোকা সুশীলা দেবী। দক্ষিণ আফ্রিকার মাইকেলা হোয়াইটবুইয়ের কাছে সোনার পদকের ম্যাচে হেরে গেলেন সুশীলা। গ্লাসগো কমনওয়েলথ গেমসে এর আগে রুপো পেয়েছিলেন সুশীলা।

  • 01 Aug 2022 10:10 PM (IST)

    হকি: ভারত বনাম ইংল্যান্ড ৪-৪ ড্র

    পুল-বি এর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-৪ ড্র করে মাঠ ছাড়ল ভারত।

  • 01 Aug 2022 09:50 PM (IST)

    হকি: তৃতীয় কোয়ার্টারের শেষে ৩-১ এগিয়ে ভারত

    ইংল্যান্ডের বিরুদ্ধে পুল-বি এর দ্বিতীয় ম্যাচে তৃতীয় কোয়ার্টারের শেষে ৩-১ এগিয়ে ভারত।

  • 01 Aug 2022 09:02 PM (IST)

    হকি: প্রথম কোয়ার্টারের শেষে ২-০ এগিয়ে ভারত

    ইংল্যান্ডের বিরুদ্ধে পুল-বি এর দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ার্টারের শেষে ২-০ এগিয়ে ভারত।

  • 01 Aug 2022 08:35 PM (IST)

    হকি: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ শুরু

    পুল-বি এর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নামল ভারত।

  • 01 Aug 2022 08:09 PM (IST)

    ব্যাডমিন্টন: রাত ১০ টায় শুরু হবে মিক্সড টিমের সেমিফাইনাল

    আজ রাত ১০টা নাগাদ শুরু হবে ভারতের মিক্সড দলের সেমিফাইনাল। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ সিঙ্গপুর।

  • 01 Aug 2022 08:00 PM (IST)

    ভারোত্তোলন: আজ নজরে হরজিন্দর কৌর

    মহিলাদের ভারোত্তোলনের ৭১ কেজি বিভাগে আজ রাত ১১ টায় নামবেন ভারতের হরজিন্দর কৌর।

  • 01 Aug 2022 07:58 PM (IST)

    স্কোয়াশ: কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন জোৎস্না

    মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হলি নটনের কাছে ৩-০ ব্যবধানে হেরে গেলেন জোৎস্না চিনাপ্পা।

  • 01 Aug 2022 07:39 PM (IST)

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: ৫ নম্বরে শেষ করলেন প্রণতি

    মহিলাদের ভল্টের ফাইনাল থেকে পদক এল না ভারতের ঝুলিতে।৫ নম্বরে শেষ করলেন প্রণতি।

  • 01 Aug 2022 07:00 PM (IST)

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্স: প্রণতির ফাইনাল শুরু

    • মহিলাদের ভল্টের ফাইনাল শুরু।
    • নজরে বাংলার প্রণতি নায়েক।
    • প্রথম প্রয়াসে প্রণতি ১৩.৬৩৩ পয়েন্ট অর্জন করেন।
    • দ্বিতীয় প্রয়াসে প্রণতি অর্জন করেন ১১.৭৬৬ পয়েন্ট।
    • দুটি প্রয়াসের পর প্রণতির গড় পয়েন্ট ১২.৬৯৯।
  • 01 Aug 2022 05:54 PM (IST)

    জুডো: সুশীলা দেবী ফাইনালে

    জুডোতে মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে পৌছে গেলেন ভারতের সুশীলা দেবী। গোল্ড মেডেল ম্যাচে তাঁর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মাইকেলা হোয়াইটবুই।

     

  • 01 Aug 2022 05:17 PM (IST)

    জুডো: জসলীন-সূচিকা নামতে চলেছেন ব্রোঞ্জ পদক ম্যাচে

    জুডোতে মহিলাদের ৫৭ কেজি বিভাগে সূচিকা তারিয়াল ও পুরুষদের ৬৬ কেজি বিভাগে ভারতের জসলীন সিং নামতে চলেছেন ব্রোঞ্জ পদক ম্যাচে।

  • 01 Aug 2022 05:15 PM (IST)

    জুডো: বিজয় সিং যাদব কোয়ার্টার ফাইনালে

    জুডোতে পুরুষদের ৬০ কেজি বিভাগে জিতলেন ভারতের বিজয় সিং যাদব। উইন্সলে গানগায়ার বিরুদ্ধে জিতে কোয়ার্টার ফাইনালে বিজয়।

  • 01 Aug 2022 05:10 PM (IST)

    স্কোয়াশ: প্লেট কোয়ার্টার ফাইনালে জিতলেন সুনয়না

    স্কোয়াশে মেয়েদের প্লেট কোয়ার্টার ফাইনালে জিতলেন ভারতের সুনয়না সারা কুরুভিল্লা। শ্রীলঙ্কার চান্থিমা সিনালেকে ১১-৩, ১১-২, ১১-২ ব্যবধানে হারালেন সুনয়না।

     

  • 01 Aug 2022 05:08 PM (IST)

    বক্সিং: কোয়ার্টার ফাইনালে অমিত

    পুরুষদের ৫১ কেজি বিভাগের শেষ ১৬ এর লড়াইয়ে ৫-০ ব্যবধানে জিতলেন ভারতের অমিত পাঙ্ঘাল। নামরি বেরিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন অমিত।

  • 01 Aug 2022 04:54 PM (IST)

    বক্সিং: অ্যাকশনে অমিত পাঙ্ঘাল

    পুরুষদের ৫১ কেজি বিভাগের রাউন্ড অব ১৬ এর লড়াইয়ে নেমে পড়েছেন অমিত পাঙ্ঘাল

  • 01 Aug 2022 04:51 PM (IST)

    সাঁতার: যোগ্যতা অর্জনে ব্যর্থ সজন প্রকাশ

    পুরুষদের ১০০ মিটার বাটারফ্লাই হিট-৬ তে ৭ নম্বরে শেষ করলেন ভারতের সজন প্রকাশ। তিনি সময় নিলেন ৫৪.৩৬।

     

  • 01 Aug 2022 04:49 PM (IST)

    জুডো: সেমিফাইনালে সুশীলা দেবী

    মহিলাদের ৪৮ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে হ্যারিয়েট বনফেসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের জুডোকা সুশীলা দেবী লিকমাবাম।

    https://twitter.com/Media_SAI/status/1554061193408823297?s=20&t=5Bi3J5ZKk2YfB3xA1Rg7og

     

  • 01 Aug 2022 04:13 PM (IST)

    ভারোত্তোলন: অজয়ের হাত ধরে এল না পদক

    • ভারতকে পদক এনে দিতে পারলেন না অজয় সিং।
    • ক্লিং অ্যান্ড জার্কে তৃতীয় বারের চেষ্টায় ১৮০ কেজি লক্ষ্য রেখেছিলেন। কিন্তু তা তুলতে পারেননি অজয়।
  • 01 Aug 2022 04:05 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিং অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৭৬ কেজি

    ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে দ্বিতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৭৬ কেজি। এই মুহূর্তে শীর্ষে অজয়…

  • 01 Aug 2022 03:59 PM (IST)

    ভারোত্তোলন: ক্লিং অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় অজয় তুললেন ১৭২ কেজি

    ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে ক্লিং অ্যান্ড জার্কে প্রথম বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৭২ কেজি। এই মুহূর্তে শীর্ষে অজয়…

  • 01 Aug 2022 03:49 PM (IST)

    লন বল: ফাইনালে ভারত

    ঐতিহাসিক মুহূর্ত…

    নিশ্চিত হল ভারতের আরও এক পদক। ১৬-১৩ ব্য়বধানে নিউজিল্যান্ডকে হারিয়ে লন বলের ফাইনালে ভারতের মেয়েরা। এই প্রথম বার কমনওয়েলথ গেমস থেকে লন বলে পদক আসছে ভারতের ঝুলিতে।

  • 01 Aug 2022 03:05 PM (IST)

    ভারোত্তোলন: তৃতীয় প্রচেষ্টায় অজয় তুললেন ১৪৩ কেজি

    ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে স্ন্যাচে তৃতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৪৩ কেজি

  • 01 Aug 2022 02:55 PM (IST)

    ভারোত্তোলন: অজয় দ্বিতীয় প্রচেষ্টায় তুললেন ১৪০ কেজি

    ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে স্ন্যাচে দ্বিতীয় বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৪০ কেজি

  • 01 Aug 2022 02:49 PM (IST)

    ভারোত্তোলন: প্রথম প্রচেষ্টায় অজয় তুললেন ১৩৭ কেজি

    ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে স্ন্যাচে প্রথম বারের প্রচেষ্টায় অজয় তুললেন ১৩৭ কেজি

  • 01 Aug 2022 02:28 PM (IST)

    ভারোত্তোলন: নজরে ভারতের অজয়

    • ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে নজর থাকবে ভারতের অজয়ের দিকে।
    • ইভেন্ট শুরু হয়ে গিয়েছে।
    • স্ন্যাচে প্রথম বারের প্রচেষ্টায় অজয় লক্ষ্য রেখেছেন ১৩৭ কেজির
  • 01 Aug 2022 01:41 PM (IST)

    আজ হাসির বাঁধ ভেঙেছে পূর্ণিমার…

    রক্ত জল করে ছেলেকে মানুষ করেছেন। সেই কষ্ট, পরিশ্রমের ফসল ফলেছে কমনওয়েলথ গেমসের মঞ্চে। ছেলের সাফল্যে গর্বে বুক ভরে যাচ্ছে মা পূর্ণিমা শিউলির।

    পড়ুন বিস্তারিত – Achinta Sheuli: ‘গর্বে বুক ভরে যাচ্ছে’, আজ হাসির বাঁধ ভেঙেছে পূর্ণিমার

  • 01 Aug 2022 01:39 PM (IST)

    কমনওয়েলথ গেমসে ‘সোনার বাংলা’

    ২০০২ ম্যাঞ্চেস্টার কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনার পদক জেতেন মহম্মদ আলি কামার। কমনওয়েলথ বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন বাংলার আলি কামারই

    পড়ুন বিস্তারিত – Commonwealth Games: কর্ণধর মণ্ডল থেকে অচিন্ত্য, কমনওয়েলথ গেমসে ‘সোনার বাংলা’

  • 01 Aug 2022 01:38 PM (IST)

    কমনওয়েলথে সোনার পদক কাকে উৎসর্গ করলেন অচিন্ত্য?

    বাবার মৃত্যুর পর ভারোত্তোলক হওয়ার স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন অচিন্ত্যর দাদা আলোক। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সোনার পদক দাদাকে উৎসর্গ করলেন ২০ বছরের বাঙালির গর্ব

    পড়ুন বিস্তারিত – CWG 2022: সংসার টানতে স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন দাদা, সোনার পদক তাঁকেই উৎসর্গ অচিন্ত্যর

  • 01 Aug 2022 01:36 PM (IST)

    কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বাংলার ছেলে অচিন্ত্য…

    এই প্রথমবার কমনওয়েলথে নেমেছিলেন ২০ বছরের অচিন্ত্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সোনা জিতে নিয়েছেন তিনি। আর পদক উৎসর্গ করেছেন নিজের দাদাকে।

    পড়ুন বিস্তারিত – CWG 2022: ভারতের গর্ব কমনওয়েলথে সোনাজয়ী বাংলার ছেলে অচিন্ত্য

  • 01 Aug 2022 01:16 PM (IST)

    লন বল: কিছুক্ষণের মধ্যেই অ্যাকশনে দেখা যাবে ভারতের মহিলাদের

    আজ দুপুর ১.৩০ মিনিট থেকে শুরু হবে মহিলাদের লন বলের সেমিফাইনাল।

  • 01 Aug 2022 01:11 PM (IST)

    পদক তালিকায় কত নম্বরে ভারত?

    চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের পদক তালিকায় এই মুহূর্তে ভারত রয়েছে ৫ নম্বরে।

  • 01 Aug 2022 01:10 PM (IST)

    ভারোত্তোলন: আজ নজরে অজয় কুমার

    ভারোত্তোলনে পুরুষদের ৮১কেজি বিভাগে আজ নামতে চলেছেন ভারতের অজয় কুমার।

  • 01 Aug 2022 01:04 PM (IST)

    এক নজরে সূচি

    আজ, সোমবার বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) চতুর্থ দিন

    পড়ুন বিস্তারিত – CWG 2022 India Day 4 Schedule: সপ্তাহের প্রথম দিন বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে নজরে যে ভারতীয় অ্যাথলিটরা…