AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CWG 2022: ভারতের গর্ব কমনওয়েলথে সোনাজয়ী বাংলার ছেলে অচিন্ত্য

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে রবিবার গভীর রাতে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি। রাতারাতি তিনি চলে এসেছেন লাইমলাইটে। এই প্রথমবার কমনওয়েলথে নেমেছিলেন ২০ বছরের অচিন্ত্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সোনা জিতে নিয়েছেন তিনি। আর পদক উৎসর্গ করেছেন নিজের দাদাকে। কারণ, তাঁর বাবার মৃত্যুর পর, সংসারের হাল ধরেন তাঁর দাদা। যার ফলে নিজের স্বপ্ন, ভারোত্তোলন ছেড়ে দেন তিনি। দাদার সেই স্বপ্ন পূর্ণ করে দেখালেন অচিন্ত্য।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 12:40 PM
Share
বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) রবিবার গভীর রাতে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। রাতারাতি তিনি চলে এসেছেন লাইমলাইটে। এই প্রথমবার কমনওয়েলথে নেমেছিলেন ২০ বছরের অচিন্ত্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সোনা জিতে নিয়েছেন তিনি। (ছবি-পিটিআই)

বার্মিংহ্যামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) রবিবার গভীর রাতে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। রাতারাতি তিনি চলে এসেছেন লাইমলাইটে। এই প্রথমবার কমনওয়েলথে নেমেছিলেন ২০ বছরের অচিন্ত্য। চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেই সোনা জিতে নিয়েছেন তিনি। (ছবি-পিটিআই)

1 / 5
অচিন্ত্য সোনার পদক উৎসর্গ করেছেন নিজের দাদাকে। কারণ, তাঁর বাবার মৃত্যুর পর, সংসারের হাল ধরেন তাঁর দাদা। যার ফলে নিজের স্বপ্ন, ভারোত্তোলন ছেড়ে দেন তিনি। দাদার সেই স্বপ্ন পূর্ণ করে দেখালেন অচিন্ত্য। (ছবি-পিটিআই)

অচিন্ত্য সোনার পদক উৎসর্গ করেছেন নিজের দাদাকে। কারণ, তাঁর বাবার মৃত্যুর পর, সংসারের হাল ধরেন তাঁর দাদা। যার ফলে নিজের স্বপ্ন, ভারোত্তোলন ছেড়ে দেন তিনি। দাদার সেই স্বপ্ন পূর্ণ করে দেখালেন অচিন্ত্য। (ছবি-পিটিআই)

2 / 5
২০১৮ সালে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে প্রথম সোনার স্বাদ পান অচিন্ত্য শিউলি। এরপর ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সিনিয়র পর্যায়ে সোনা জেতেন তিনি। (ছবি-পিটিআই)

২০১৮ সালে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে প্রথম সোনার স্বাদ পান অচিন্ত্য শিউলি। এরপর ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সিনিয়র পর্যায়ে সোনা জেতেন তিনি। (ছবি-পিটিআই)

3 / 5
 ২০২১ সালের আন্তর্জাতিক যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক পান অচিন্ত্য শিউলি। ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে অচিন্ত্য ছাপ ফেলা শুরু করেন। (ছবি-পিটিআই)

২০২১ সালের আন্তর্জাতিক যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে শেষ করে রুপোর পদক পান অচিন্ত্য শিউলি। ধীরে ধীরে আন্তর্জাতিক মঞ্চে অচিন্ত্য ছাপ ফেলা শুরু করেন। (ছবি-পিটিআই)

4 / 5
২০২১ সালেই অচিন্ত্য তাসখণ্ডে হওয়া কমনওয়েলথ ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা পান। আর এ বার কমনওয়েলথ গেমসেও সোনার স্বাদ পেয়ে গেলেন অচিন্ত্য। তাঁর পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক। (ছবি-পিটিআই)

২০২১ সালেই অচিন্ত্য তাসখণ্ডে হওয়া কমনওয়েলথ ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা পান। আর এ বার কমনওয়েলথ গেমসেও সোনার স্বাদ পেয়ে গেলেন অচিন্ত্য। তাঁর পরবর্তী লক্ষ্য প্যারিস অলিম্পিক। (ছবি-পিটিআই)

5 / 5