Commonwealth Games: কর্ণধর মণ্ডল থেকে অচিন্ত্য, কমনওয়েলথ গেমসে ‘সোনার বাংলা’
২০০২ ম্যাঞ্চেস্টার কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনার পদক জেতেন মহম্মদ আলি কামার। কমনওয়েলথ বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন বাংলার আলি কামারই।
দীপঙ্কর ঘোষাল
রবিবারের মাঝ রাত। বাংলার ক্রীড়াপ্রেমীদের কাছে সুন্দর মুহূর্ত হয়ে থাকল। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আরও একটা সোনার পদক ভারতের। ৭৩ কেজি বিভাগে সোনা জিতলেন বাংলার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ৩১৩ কেজি তুলে রেকর্ড গড়ে সোনার পদক। গর্বিত দেশ। গর্বিত বাংলাও। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত তিনটি সোনা জিতেছে ভারত। তিনটিই ভারোত্তোলনে। বাংলার প্রথম পদক এবং সোনা অচিন্ত্যর সৌজন্যেই। বর্তমান থেকে এবার একটু ইতিহাসে হাতরে দেখা যাক।
কমনওয়েলথ গেমসে বাংলার প্রথম সোনা ফলিয়েছিলেন কর্ণধর মণ্ডল (Karnadhar Mondal)। সেই ১৯৯০ সালে। ব্যক্তিগত ইভেন্টে। তিনিও ভারোত্তোলনেই সোনা জিতেছিলেন। মিডলওয়েট-স্ন্যাচ ইভেন্টে ১৩৫ কেজি তুলে সে সময় গেমস রেকর্ড গড়েছিলেন। ১৯৯০ কমনওয়েলথ গেমসে দুটি রুপো এবং একটি সোনা জিতেছিলেন কর্ণধর মণ্ডল। ইন্টারনেটে অবশ্য তাঁর সম্পর্কে খুব বেশি তথ্য খুঁজে পাওয়া যায় না। তবে কমনওয়েলথ গেমস ১৯৯০ সালের ইভেন্ট ওয়েবসাইটে কর্ণধর মণ্ডলের সোনা জয়ের ইভেন্টের উল্লেখ রয়েছে।
কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ইভেন্টে আরও যারা সোনার পদক জিতেছেন, তাঁরা হলেন, মহম্মদ আলি কামার (Mohammed Ali Qamar), রাহুল বন্দ্যোপাধ্যায়, সুখেন দে। ২০০২ ম্যাঞ্চেস্টার কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে সোনার পদক জেতেন মহম্মদ আলি কামার। কমনওয়েলথ বক্সিংয়ে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন বাংলার আলি কামারই। তাঁকে আদর্শ করে বাংলা তথা দেশের অনেকেই বক্সিং বেছে নিয়েছিলেন। ২০০২ ম্যাঞ্চেস্টার গেমসে লাইট ফ্লাইটওয়েটে সোনা জেতেন আলি কামার।
ব্যক্তিগত ইভেন্টে তিরন্দাজিতে বাংলাকে সোনার পদক উপহার দিয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় ( Rahul Banerjee)। ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জেতেন রাহুল। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জেতেন বাংলার সুখেন দে (Sukhen Dey)। পুরুষদের ৫৬ কেজি বিভাগে অংশ নিয়েছিলেন তিনি। তার আগের বার দিল্লি কমনওয়েলথ গেমসে রুপো পেয়েছিলেন সুখেন দে। গ্লাসগোয় পদকের রং বদলান। স্ন্যাচে ১০৯ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৯, সবমিলিয়ে ২৪৮ কেজি তুলে সোনা নিশ্চিত করেন।
এবার আলোকপাত করা যাক কমনওয়েলথ গেমসে বাংলার অন্যান্যা সোনার পদক জয়ীদের দিকে। ১৯৯৪ কমনওয়েলথ গেমস শুটিংয়ে ট্র্যাপ ইভেন্টে সোনা জেতেন মনশের সিং। তাঁর জন্ম কলকাতায়। তবে দিল্লিতেই থাকেন তিনি। পড়াশুনাও দিল্লিতে। ২০০৬, ২০১০ কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে দলগত বিভাগে সোনা জেতেন বাংলার শুভজিৎ সাহা। ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে তিরন্দাজিতে মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে সোনা জেতেন দোলা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে টিটিতে সোনা জেতেন বাংলার মৌমা দাস। একই বছর টিটিতে দলগত বিভাগে সোনা জেতেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়।