Tiger Zeenat: সেয়ানা বনদফতরও! এবার আর গুলি নয়, জিনাতকে ধরতে নেওয়া হল অন্য পন্থা
Bankura: বস্তুত, শনিবার প্রথম ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। বেলা ৩ টেয়, রাত ১ টা ও রাত ৩ টায় অর্থাৎ মোট ৩ বার ঘুমপাড়ানি গুলি চালানো হয়। প্রথম গুলি বাঘিনির শরীর ছুঁয়েছে কি না, তা স্পষ্ট নয় বন দফতরের কাছে। পরের দুটি গুলি লাগে বাঘিনির শরীরে।
বাঁকুড়া: বাঘিনি জিনাতকে ধরতে বারংবার পরিকল্পনা বদল করেছে বন দফতর। কখনো তাকে টোপ দিয়ে খাঁচায় বন্দির চেষ্টা হয়েছে। আবার কখনো ঘুমপাড়ানি গুলি করে তাকে কাবু করার চেষ্টা করেছেন বন কর্মীরা। কিন্তু একের পর এক পরিকল্পনা কার্যত ভেস্তে গিয়েছে। তবে ছাড়ার পাত্র নয় বনকর্মীরাও। এবার আবার নতুন পরিকল্পনা গ্রহণ করল বন দফতর। বাঘিনির অবস্থান সুনিশ্চিত করতে এবং সহজেই তাকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনতে বেড়ার ঘেরাটোপ আরও ছোট করা হল।
শনিবার রাতের পর আজ সকাল থেকে জালের ঘেরাটোপের বাইরে লাইন দিয়ে ফের বনকর্মী, হুলা পার্টি ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গোসাইডিহির জঙ্গলে প্রবেশ করেছেন ঘুমপাড়ানি গুলি করার ক্ষেত্রে বিশেষজ্ঞ দল। গত ২৪ ঘণ্টায় বারংবার ঘুমপাড়ানি গুলি খেয়ে ক্লান্ত হয়ে পড়েছে বাঘিনি জিনাত। তাই অল্পক্ষণ বিরাম দিয়ে বেলা বাড়ার সাথে সাথে বাঘিনিকে ধরার চেষ্টা শুরু হবে বলে বন দফতর সূত্রে জানানো হয়েছে।
বস্তুত, শনিবার প্রথম ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। বেলা ৩ টেয়, রাত ১ টা ও রাত ৩ টায় অর্থাৎ মোট ৩ বার ঘুমপাড়ানি গুলি চালানো হয়। প্রথম গুলি বাঘিনির শরীর ছুঁয়েছে কি না, তা স্পষ্ট নয় বন দফতরের কাছে। পরের দুটি গুলি লাগে বাঘিনির শরীরে। গুলি খেতেই কিছুটা ঝিমিয়ে পড়ে বাঘিনি। পরক্ষণেই ফের বাঘিনি স্বমূর্তি ধারণ করে, ফলে পিছু হঠতে বাধ্য হয় বন দফতর।