Tigress Zeenat: কেন কিছুতেই ঘুম আসছে না বাঘিনি জিনাতের? কী এমন আছে শরীরে!
Tigress Zeenat: প্রথমে শনিবার বেলা ৩ টেয়, রাত ১ টা ও রাত ৩ টায় অর্থাৎ মোট ৩ বার ঘুমপাড়ানি গুলি চালানো হয়। প্রথম গুলি বাঘিনির শরীর ছুঁয়েছে কি না, তা স্পষ্ট নয় বন দফতরের কাছে। পরের দুটি গুলি লাগে বাঘিনির শরীরে।
বাঁকুড়া: ঘুমপাড়ানি গুলি করা হলে ঘুমিয়ে পড়বে বাঘিনি। তারপর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এটাই ছিল বন দফতরের প্ল্যান। সেই মতো গত ২৪ ঘণ্টায় একের পর এক মোট গুলি করা হল বাঘিনি জিনাতকে। কিন্তু সে যেন ধরা দিয়েও দিচ্ছে না। মোট তিনবার বাঘিনি জিনাতকে গুলি করা হয়েছে। গুলি খাওয়ার পর বাঘিনির সাময়িক ঝিমুনি এলেও পরক্ষণেই চাঙ্গা হয়ে ওঠে সে। তাকে আর ধরতে পারেনি বন দফতর। কেন এমনটা হল? কেন ঘুম এল না বাঘিনির?
২৪ ঘণ্টা কেটে গিয়েছে। বাঘিনি জিনাতের অবস্থান এখনও বদল হয়নি। শনিবার থেকে বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাইগ্রাম লাগোয়া জঙ্গলে জালের তৈরি বন দফতরের নির্দিষ্ট ঘেরাটোপে গতকাল থেকেই শুরু হয়েছে বাঘিনিকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করার চেষ্টা। ওই ঘেরাটোপের মধ্যে মোট তিনবার জিনাতকে দেখতে পেয়ে ঘুমপাড়ানি গুলি চালায় বন দফতর।
প্রথমে শনিবার বেলা ৩ টেয়, রাত ১ টা ও রাত ৩ টায় অর্থাৎ মোট ৩ বার ঘুমপাড়ানি গুলি চালানো হয়। প্রথম গুলি বাঘিনির শরীর ছুঁয়েছে কি না, তা স্পষ্ট নয় বন দফতরের কাছে। পরের দুটি গুলি লাগে বাঘিনির শরীরে। গুলি খেতেই কিছুটা ঝিমিয়ে পড়ে বাঘিনি। পরক্ষণেই ফের বাঘিনি স্বমূর্তি ধারণ করে, ফলে পিছু হঠতে বাধ্য হয় বন দফতর।
বিশেষজ্ঞরা বলছেন, দুটি কারণে এমনটা ঘটতে পারে। প্রথমত ঘুমপাড়ানি গুলিতে যে পরিমাণ ওষুধের মাত্রা দেওয়া হয়েছিল তা বাঘিনির শরীরের পক্ষে যথেষ্ট নয়। দ্বিতীয় কারণ হিসেবে বিশেষজ্ঞদের দাবি, জিনাত তার ৩ বছর বয়সে একাধিকবার বিভিন্ন কারণে ঘুমপাড়ানি গুলি খেয়েছে, ফলে তার শরীরে ঘুমপাড়ানি গুলির ওষুধের রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে ঘুমপাড়ানি গুলি কার্যকর না হওয়াটাই স্বাভাবিক।