China: নদীগুলোও পর্যন্ত ছাড়ছে না চিন, সুযোগ পেলেই… , নিজেদের ভালটুকুও ভাবছেন না জিনপিং
China: নেপাল সীমান্তে মাবুজা জাম্বো নদীর ওপরেও বাঁধ বানাচ্ছে তারা। বাঁধের কাছেই তৈরি হচ্ছে লালফৌজের ঘাঁটি। এসব ভারতের নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক।
নয়া দিল্লি: প্রথাগত যুদ্ধের পাশাপাশি অদৃশ্য যুদ্ধ-কৌশলের জন্যও চিন বেশ কুখ্যাত। আজ থেকে প্রায় ২ হাজার বছর আগে চিনা যুদ্ধবিশারদ সান-জু’ একটা বই লিখেছিলেন। ‘দ্য আর্ট অফ ওয়ার’ বইটির পঞ্চম অধ্যায়ে এই যুদ্ধকৌশলের কথা বলা আছে। তা হল, মুখোমুখি লড়াইয়ের পাশাপাশি শত্রুকে ভাতে, জলে ও আগুনে মারার জন্য কৌশল নিতে হবে।
সান জু’র এই পরামর্শ ২ হাজার বছর পরেও চিনা শাসকদের খুব পছন্দ। তাই কখনও তারা ভাইরাস ছড়ায় তো কখনও জল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। ভারতের বিরুদ্ধে এখন বেজিংয়ের নতুন হাতিয়ার নদীর জল। ব্রহ্মপুত্র নদের উচ্চ অববাহিকা এলাকা তিব্বতের মধ্যে পড়ে। তার সুযোগ নিয়ে চিন সেখানে একের পর এক বাঁধ তৈরি করে চলেছে। উদ্দেশ্য একটাই। ভারতে ব্রহ্মপুত্রের জলধারাকে নিয়ন্ত্রণ করা।
নেপাল সীমান্তে মাবুজা জাম্বো নদীর ওপরেও বাঁধ বানাচ্ছে তারা। বাঁধের কাছেই তৈরি হচ্ছে লালফৌজের ঘাঁটি। এসব ভারতের নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক। নেপালের নানা রাজনৈতিক দলের সঙ্গে চিনের প্রচুর দহরম-মহরম। সেই সুযোগে নেপাল থেকে ভারতের দিকে নেমে আসা নদীগুলোর দখল নিচ্ছে বেজিং। এই পরিকল্পনাটা চলছিলই। এবার সেইটাই আরও অনেক অনেক বড় আকার নিতে চলেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে তিব্বতে ব্রহ্মপুত্রের ওপরে বিশ্বের বৃহত্তম নদীবাঁধ তৈরি করতে চলেছে চিন।
চিনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, এই প্রকল্পে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। খরচ হবে ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, চিন যে জায়গায় ড্যাম বানাতে চাইছে, ওই এলাকা ভূমিকম্পপ্রবণ। যদিও, এ সবে পাত্তা দিচ্ছেন না জিনপিং। পরিবেশ, বাস্তুতন্ত্রের ক্ষতি, কোনও কিছুকেই রেয়াত করছে না তারা। আর সবচেয়ে বড় কথা হল, ব্রহ্মপুত্র ভারত-চিন, দুই দেশের মধ্য দিয়েই বয়ে গিয়েছে। তারপরও এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওরা দিল্লিকে কিছু জানানোর প্রয়োজন মনে করেনি।
সীমান্তে সেনা সরানোর কথা জানিয়ে পিছনে অন্য ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছে ড্রাগন। গুলি-বন্দুকের পর এবার জল নিয়ে শয়তানি শুরু হয়েছে।