Murder: জন্মদিনের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সল্টলেকের যুবককে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

Murder: পুলিশ সূত্রে খবর, ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন সুব্রত। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টা নাগাদ ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। বাড়িতে সুব্রত জানায় কিছুক্ষণের মধ্যেই ফিরছে সে। কিন্তু, ঘণ্টাখানেক কেটে গেলেও ছেলে বাড়ি না ফেরায় বারবার ফোন করেন মা।

Murder: জন্মদিনের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে সল্টলেকের যুবককে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 12:02 AM

কলকাতা: নতুন বছররে শুরুতেই হাড়হিম করা কাণ্ড শহরে। বছর প্রথম দিনেই বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত যুবকের নাম সুব্রত মাঝি(২৬)। অভিযোগের তীর সুব্রতর বন্ধুদের দিকে। চাঞ্চল্যকর ঘটনা সল্টলেকে মহিষবাথানের উদয়ন পল্লী এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। ইতিমধ্যেই সবুজ মিস্ত্রী নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন সুব্রত। ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০ টা নাগাদ ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। বাড়িতে সুব্রত জানায় কিছুক্ষণের মধ্যেই ফিরছে সে। কিন্তু, ঘণ্টাখানেক কেটে গেলেও ছেলে বাড়ি না ফেরায় বারবার ফোন করেন মা। কিন্তু, আর তাঁকে ফোনে পাওয়া যায়নি। এলাকার লোকজন আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ পায়নি। 

এই খবরটিও পড়ুন

এরইমধ্যে পরিবারের লোকজন জানতে পারেন, মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রতকে পাড়ার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। বাড়িতে যখন তাঁকে আনা হয় তখন তাঁর অবস্থা রীতিমতো আশঙ্কাজনক। পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে আরজি করে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ডাক্তারেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। এদিকে সুব্রতর মৃত্যুর পর থেকে মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে পড়েছিল সুব্রত পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এদিকে ১ জানুয়ারি জন্মদিন ছিল সুব্রতর। তার মধ্যে এ ঘটনায় শোকের ছায়া পরিবারে। পরিবারের লোকজনের সন্দেহ বন্ধুরাই খুন করেছে তাঁদের ছেলেকে। জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।