Donald Trump: আমেরিকায় থেকে চাকরি করতে চান? বড় সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প

Donald Trump: যিনি এখন ট্রাম্পের এতটাই ঘনিষ্ঠ যে আমেরিকায় অনেকে বলছেন, মাস্কই আসল প্রেসিডেন্ট। তিনিই পিছন থেকে আগামী চার বছর ট্রাম্পকে চালাবেন। বিষয়টা এতটাই চর্চায় চলে এসেছে যে খোদ ট্রাম্পকেই নিজের মুখে বলতে হয়েছে, আমিই প্রেসিডেন্ট। মাস্ক নন।

Donald Trump: আমেরিকায় থেকে চাকরি করতে চান? বড় সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 31, 2024 | 6:50 PM

নয়া দিল্লি: আমেরিকায় এখন জোর বিতর্ক। ইস্যুটা হল হল মাগা (MAGA) বনাম মেধা। আর এই বিতর্কে পরোক্ষে ভারতীয়দের চাকরি-বাকরির পাশে দাঁড়িয়েছেন ইলন মাস্ক। সেই ইলন মাস্ক, যিনি কি না বিশ্বের এক ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি চাকরি খাওয়ার জন্য কুখ্যাতি অর্জন করেছেন।

ভোটের প্রচারে ডোনাল্ড ট্রাম্পের স্লোগান ছিল ‘মেক আমেরিকা গ্রেট আগেইন’ বা মাগা (MAGA)। রিপাবলিকানরা বলেছিলেন, মাগা-র জন্য বেআইনি অভিবাসন তো বন্ধ করতেই হবে। এমনকী, H1-B ভিসাটাও তুলে দেওয়া হোক। যে ভিসায় দক্ষ বিদেশি নাগরিকেরা আমেরিকায় থেকে কাজ করার সুযোগ পান। আবার পাল্টা যুক্তি ছিলো, H1-B ভিসা উঠে গেলে আমেরিকায় মেধার অভাব দেখা দেবে।

এই ভিসার বড় অংশই থাকে ভারতীয়দের দখলে। ফলে, মার্কিন মুলুকে ভারতীয় কর্মীরাই মূলত আলোচনার কেন্দ্রে চলে আসেন। এর মাঝেই খোদ ডোনাল্ড ট্রাম্প তাঁর এআই উপদেষ্টা হিসেবে অভিবাসী ভারতীয় শ্রীরাম কৃষ্ণনকে নিয়োগ করেন। এই নিয়ে রিপাবলিকানদের মধ্যে অসন্তোষ ছড়ায়। আগুনে ঘি দেন ইলন মাস্ক। যিনি এখন ট্রাম্পের এতটাই ঘনিষ্ঠ যে আমেরিকায় অনেকে বলছেন, মাস্কই আসল প্রেসিডেন্ট। তিনিই পিছন থেকে আগামী চার বছর ট্রাম্পকে চালাবেন। বিষয়টা এতটাই চর্চায় চলে এসেছে যে খোদ ট্রাম্পকেই নিজের মুখে বলতে হয়েছে, আমিই প্রেসিডেন্ট। মাস্ক নন।

সেই ইলন মাস্ক কট্টর রিপাবলিকানদের মতের বিরুদ্ধে গিয়ে বলেছেন যে আমেরিকা নিজের মেধায় চলার জন্য মোটেই তৈরি নয়। দেশকে সেরা করতে হলে অভিবাসীদের লাগবেই। সুতরাং মাস্ক এবার পরোক্ষে মার্কিন মুলুকে ভারতীয়দের চাকরির জন্য সওয়াল করে বসেছেন।

আর এক রিপাবলিকান নেতা বিবেক রামস্বামীও মাস্কের পাশে দাঁড়িয়ে বলেছেন, এটা দুর্ভাগ্যের যে আমেরিকা এখন মধ্যমেধার দিকে ঝুঁকছে। ঘটনাচক্রে, ইলন মাস্ক নিজেই H1-B ভিসা নিয়ে আমেরিকায় আসেন। আর, বিবেক রামস্বামী ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান। এরপরই কট্টর রিপাবলিকানরা এই দু-জনকে আক্রমণ করতে শুরু করেছেন। তাঁরা বলছেন, ট্রাম্প যদি ভিসা নীতি শিথিল করেন তাহলে আগামিদিনে তাঁরা প্রেসিডেন্টের পাশে থাকবেন না।

বিতর্ক বাড়তে থাকায় শেষ পর্যন্ত নিউইয়র্ক টাইমস-কে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি H1-B ভিসা চালিয়ে যাওয়ার পক্ষে। এই ভিসা বন্ধ হচ্ছে না। অর্থাৎ, আপাতত দলীয় সমর্থকদের পাশে সরিয়ে রেখে তিনি মাস্ক-রামস্বামীর পাশেই দাঁড়ালেন। আসলে, মাস্ক-রামস্বামী দুজনেই ধুরন্ধর ব্যবসায়ী। দক্ষ ভারতীয় কর্মী তাঁদের দরকার। আর ট্রাম্পও জানেন, এই দু-জনের মতো লোক পাশে না থাকলে দলের তহবিল কিছুতেই ভরানো যাবে না।

আপাতত নতুন প্রেসিডেন্ট প্রতিশ্রুতি রাখছেন কি না, সেটা রিপাবলিকানরা ভাববেন। শুধু এটুকুই স্পষ্ট যে, মার্কিন প্রেসিডেন্টের মুখে H1-B ভিসা প্রোগ্রাম চালানোর কথা আসলে ভারতীয়দের জন্য ভাল খবর।