Bangladeshi: জাল নথি নিয়েই ভারতে ডেরা, ২ বাংলাদেশিকে গ্রেফতার করতেই দিল্লি পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

Bangladeshi: তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিলাল ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ দেশে থাকছিলেন। শুধু তাই নয় অন্য বাংলাদেশিদেরও জাল নথি তৈরি করে ভারতে আনার কাজ করছিলেন। অন্যদিকে অনিমুর ও আশিস জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করতো বলে জানা গিয়েছে।

Bangladeshi: জাল নথি নিয়েই ভারতে ডেরা, ২ বাংলাদেশিকে গ্রেফতার করতেই দিল্লি পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য
প্রতীকী ছবি Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jan 03, 2025 | 12:19 AM

নয়া দিল্লি: ধরপাকড় চলছে জোরকদমে। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিশ্চিহ্ন করতে পুরোদমে মাঠে নেমে পড়েছে দিল্লি পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযানে বাংলাদেশি নাগরিক বিলাল হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অনিমুর ইসলাম ও আশিস মেহেরাকে। তাঁরা ভারতীয়। অভিযোগ বিলালে জাল নথি তৈরিতে হাত ছিল এই দুই ব্যক্তির। সে কারণেই গ্রেফতার। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিলাল ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে এ দেশে থাকছিলেন। শুধু তাই নয় অন্য বাংলাদেশিদেরও জাল নথি তৈরি করে ভারতে আনার কাজ করছিলেন। অন্যদিকে  অনিমুর ও আশিস জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করতো বলে জানা গিয়েছে। পুলিশ গত ২৮ ডিসেম্বর ফতেপুর বেহরি থানায় ফরেনার্স অ্যাক্ট ও আধার অ্যাক্টে মামলা দায়ের করে। অভিযানে একটি টাটা উইঙ্গার গাড়ি, ৬টি জাল আধার কার্ড, ব্যাংক চেকবই, ক্রেডিট ও ডেবিট কার্ড এবং অন্যান্য নথি উদ্ধার হয়েছে বলে খবর। 

এই খবরটিও পড়ুন

যদিও এ ঘটনায় মাস্টারমাইন্ড হিসাবে যাঁদের নাম উঠে আসছে সেই আনিস শেখ ও তাঁর স্ত্রী বাংলাদেশে পালিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। তাঁরা আবার জঙ্গল পেরিয়ে মেঘালয় হয়ে এ দেশে বাংলাদেশিদের ঢোকাতো বলে অভিযোগ। তাঁদের পাকড়াও করতেও জোরকদমে তল্লাশি চালাচ্ছে পুলিশ।