Tigress Zeenat: ৯ দিন ধরে লেজে খেলিয়ে অবশেষে ধরা দিল জিনাত, কীসের লোভে বাগে এল সে?

Tigress Zeenat: শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোঁসাইডিহিতে। রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কিন্তু তাতে কাবু করা যায়নি। রবিবার বিকাল ৩.৫৮ মিনিটে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। তাতেই বাগে আসে সে।

Tigress Zeenat: ৯ দিন ধরে লেজে খেলিয়ে অবশেষে ধরা দিল জিনাত, কীসের লোভে বাগে এল সে?
অবশেষে বন্দি জিনাতImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 7:05 PM

বাঁকুড়া: ৯ দিন ধরে বাংলার বনকর্মীদের এক্কেবারে লেজে খেলিয়েছে জিনাত। অবশেষে ধরা পড়ল সে। অবশেষে ঘুম পাড়ানি গুলিতে কাবু হয়েছে জিনাত। শুক্রবার রাতে পুরুলিয়ার রাইকা জঙ্গল থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশে রওনা দেয়। শনিবার রাতে জিনাত ছিল বাঁকুড়ার গোঁসাইডিহিতে। রাতেই জিনাতকে লক্ষ্য করে তিনটি ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কিন্তু তাতে কাবু করা যায়নি। রবিবার বিকাল ৩.৫৮ মিনিটে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। তাতেই বাগে আসে সে।

গোঁসাইডিহি এলাকায় গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জ়িনতকে খাঁচাবন্দি করার কৌশল নেওয়া হয়েছিল। সেই কৌশলেই সাফল্য আসে। অবশেষে বনকর্মীদের জালে ধরা পড়ে বাঘিনি।

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে বাঘিনিকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। তিন বছরের জিনাতকে কয়েক দিন ছিল ঘেরাটোপে। পর্যবেক্ষণের পরে রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। তার পরেই ঝাড়খণ্ডে ঢোকে জিনাত। শুরু হয় জিনাতের ভ্রমণ। সেখান থেকে বাংলায় ডেরা। ২০০ কিলোমিটার দৌড়ে ২০ ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল। সেদিন আরও ১২ কিলোমিটার পথে পেরিয়ে পৌঁছে যায় বেলপাহাড়ির তেলিঘানার জঙ্গল। এরপরের দিন ১০ কিলোমিটার উজিয়ে পৌঁছে যায় বান্দোয়ানের রাইকা পাহাড়ে।  তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে। শেষ দুদিনে সেখানেই ছিল জিনাত। অবশেষে পড়ল ধরা।

বনকর্মীদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।