Harmanpreet Kaur: রোহিত-বিরাট এমনকী বিশ্বজয়ী ধোনিও এখন হরমনপ্রীতের পিছনে! পাক ‘বধ’ করেই দারুণ রেকর্ড

India vs Pakistan at CWG 2022: দেশের মহিলা দল কমনওয়েলথ গেমসের দ্বিতীয় টি-২০ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে। এই ম্যাচ জয়ের সঙ্গেই অধিনায়ক হরমনপ্রীত কৌর ধোনির দীর্ঘদিনের অক্ষত থাকা রেকর্ডকে ভেঙেচুরে দিয়েছেন।

Harmanpreet Kaur: রোহিত-বিরাট এমনকী বিশ্বজয়ী ধোনিও এখন হরমনপ্রীতের পিছনে! পাক 'বধ' করেই দারুণ রেকর্ড
হরমনপ্রীতের পিছনে ধোনি, বিরাট!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2022 | 9:30 AM

বার্মিংহ্যাম: কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) মেয়েদের ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে শেষ হাসি হেসেছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) দল। টিমের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার অপরাজিত ৬৩ রানের দৌলতে পাকিস্তানের মেয়েদের ৮ উইকেটে হারিয়েছে ভারত। বল হাতে স্নেহ রানা (২/১৫) ও রাধা যাদবের (২/১৮) পারফরম্যান্সে ১৮ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ( india vs pakistan) মেয়েরা। এরপর স্মৃতি ব্যাটে ৩৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দেশের মেয়েরা। এরই সঙ্গে ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বড় রেকর্ডের অধিকারী হলেন। হরমনপ্রীতের নেতৃত্বে সর্বাধিক ৪২টি টি-২০ ম্যাচে জিতেছে ভারত। এই রেকর্ড দীর্ঘদিন ধরে ছিল মহেন্দ্র সিং ধোনির ঝুলিতে। বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনকেও পিছনে ফেলে দিলেন হরমনপ্রীত।

হরমনের অধীনে ৭১টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ৪২টিতে জিতেছে দল। ধোনির নেতৃত্বে ৭২টি ম্যাচ খেলে ৪১টিতে জয় পায় ভারত। তালিকার তৃতীয় স্থানে বিরাট কোহলি (Virat Kohli)। সংখ্যাটা ৫০ ম্যাচে ৩০টিতে জয়। বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ৩২টি টি-২০ ম্যাচের মধ্যে ২৭টিতেই জিতেছে ভারত। ক্যাপ্টেন কুল-কে পিছনে ফেলে দেওয়ার পাশাপাশি এদিনের ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার আশা জাগিয়ে রাখল ওমেন ইন ব্লু। নেট রান রেট -০.৫৬ থেকে ১.১৭-এ বাড়িয়ে নিয়ে তালিকার শীর্ষে উঠে গিয়েছে মেয়েদের দল।

ম্যাচের দিকে তাকালে দেখা যাবে, রান তাড়া করতে নেমে অনম আমীনের বলে ছক্কা হাঁকিয়ে ওপেনিংয়ের সূচনা করেন স্মৃতি মান্ধানা। ৬৩ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ৩২ রান করেন ওপেনার মুনিবা আলি। ক্যাপ্টেন বিসমা মারুফের অবদান ১৯ বল ১৭ রান।