AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Auction: আইপিএল নিলামে ৪০৫ জন ক্রিকেটার, সবচেয়ে কম টাকা কেকেআরের পকেটে

আইপিএল ২০২৩ সংস্করণের জন্য নিলাম হতে চলেছে ২৩ ডিসেম্বর কোচি শহরে। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছিল। তার মধ্যে ৪০৫ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়েছে। তালিকায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস থেকে জাতীয় দলের তারকা ব্যাটার অজিঙ্ক রাহানের নাম রয়েছে।

IPL 2023 Auction: আইপিএল নিলামে ৪০৫ জন ক্রিকেটার, সবচেয়ে কম টাকা কেকেআরের পকেটে
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 13, 2022 | 8:41 PM
Share

কলকাতা: ২৩ ডিসেম্বর কোচি শহরে ২০২৩ আইপিএলের (2023 IPL Auction) মিনি নিলাম। হাতুড়ির তলায় ৪০৫ জন ক্রিকেটার। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটার নিজেদের নাম রেজিস্টার করেছিলেন। তার মধ্যে প্রথমে ৩৬৯ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়। পরে ফ্র্যাঞ্চাইজিগুলির তরফে আরও ৩৬ জনের নাম যোগ করার প্রস্তাব আসে। সব মিলিয়ে ২৩ ডিসেম্বরের নিলামে থাকছে দেশ-বিদেশের ৪০৫ জন ক্রিকেটারের নাম। তালিকায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস থেকে জাতীয় দলের তারকা ব্যাটার অজিঙ্ক রাহানের নাম রয়েছে। আইপিএল নিলাম সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন টিভি৯ বাংলার এই প্রতিবেদনে।

যে ৪০৫ জনের নাম শর্টলিস্ট করা হয়েছে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের নাম সামিল রয়েছে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। ৪টি আইসিসি অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটাররাও এ বারের নিলামে থাকছেন। ১১৯ জন ক্রিকেটার ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলে ফেলেছেন। ২৮২ জন ক্রিকেটার আপক্যাপড। জানা গিয়েছে, এই ৪০৫টি নামের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ জন ক্রিকেটার কেনা যাবে। তার মধ্যে বড়জোর ৩০ জন বিদেশি ক্রিকেটারের নাম থাকতে পারে। ক্রিকেটারদের বেস প্রাইস ২ কোটি টাকা। বেস প্রাইস ধরা হয়েছে ১৯ জন ক্রিকেটারের নামে। যাঁরা সকলেই বিদেশি। ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমারের মতো একঝাঁক বাংলার ক্রিকেটাররা রয়েছেন।

কোন দেশের কতজন ক্রিকেটার?

  • ভারত: ২৭৩
  • ইংল্যান্ড: ২৭
  • দক্ষিণ আফ্রিকা: ২২
  • অস্ট্রেলিয়া: ২১
  • ওয়েস্ট ইন্ডিজ: ২০
  • নিউজিল্যান্ড: ১০
  • শ্রীলঙ্কা: ১০
  • আফগানিস্তান: ৮
  • আয়ারল্যান্ড: ৪
  • বাংলাদেশ: ৪
  • জিম্বাবোয়ে: ২
  • নামিবিয়া: ২
  • নেদারল্যান্ডস: ১
  • ইউএই: ১

সবচেয়ে বেশি ক্রিকেটার কেনার স্লট রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের কাছে। দলটির ৪ জন বিদেশি খেলোয়াড় প্রয়োজন। কলকাতা নাইট রাইডার্সের ১১ এবং লখনউ সুপার জায়ান্টসের ১০ জন খেলোয়াড় প্রয়োজন। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে রয়েছে সর্বমোট ২০৬.৫ কোটি টাকা। হায়দরাবাদের কাছে সবচেয়ে বেশি ৪২.২৫ কোটি টাকা রয়েছে। কেকেআরের কাছে সবচেয়ে কম ৭.০৫ কোটি টাকা।

প্রথম সেটে ৬ জন ক্রিকেটারের নাম নিলামে তোলা হবে। তার মধ্যে রয়েছেন অজিঙ্ক রাহানে এবং মায়াঙ্ক আগরওয়াল। এছাড়া ইংল্যান্ডের হ্যারি ব্রুক, জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং দক্ষিণ আফ্রিকার রাইলি রুসোর নাম লিস্টে রয়েছে। দ্বিতীয় সেটে রয়েছেন স্যাম কারান, ক্যামেরুন গ্রিন, সাকিব আল হাসান, সিকন্দর রাজা, ওডিয়ন স্মিথ এবং বেন স্টোকস।