কলকাতা: কিং কোহলি বনাম কিং খানের টিমের দ্বৈরথ দেখতে এসে কুকুরের কামড় খেতে হবে, এমনটা হয়তো কল্পনাও করেননি কোনও দর্শক। বিরাট ম্যাচে ইডেনে কুকুরের কামড়ে জখম ৭। শনিবার কেকেআর-আরসিবি ম্যাচ চলাকালীন জি আর এইচ ব্লকের মাঝে বেশ কয়েকটি কুকুর ঢুকে পড়ে। এত ভিড় ও আলোর রোশনাইয়ের মাঝে ওরা হয়তো বুঝে উঠতে পারেনি কোনদিকে যাবে। হতে পারে ইডেনের ওই চত্বরেই তাদের খেলার জায়গা। সেখানে হঠাৎ এত ভিড় দেখে বুঝে উঠতে পারেনি, হয়তো দিশেহারা হয়ে গ্যালারিতে ঢুকে পড়ে কয়েকটি কুকুর। দর্শকরাও হঠাৎ করে এভাবে কুকুরদের দেখে আতিঙ্কত হয়ে পড়ে। ওই অবস্থায় সেখানে থাকা দর্শকরা কুকুরদেরও তাড়া করেছিল কিনা, তা পরিষ্কার নয়। সিএবি সূত্র মারফত জানা গিয়েছে, তার মধ্যেই একটি কুকুর উন্মত্ত অবস্থায় বেশ কয়েকজন দর্শককে কামড়াতে থাকে। যার ফলে ৭ জন কুকুরের কামড়ে জখম হন।
খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে সিএবি। সিএবির মেডিকেল ইউনিটের পক্ষ থেকে প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছাড়া হয় তাদের। তবে এই ঘটনায় উদ্বিগ্ন সিএবি আর কেকেআর কর্তৃপক্ষ। কী করে ম্যাচ চলাকালীন কুকুর ঢুকে পড়ল গ্যালারিতে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুরসভাকে গোটা বিষয়টি সিএবির তরফ থেকে জানানো হয়েছে। আবেদন করা হচ্ছে, যাতে দ্রুত ব্যবস্থা করা হয়।
যেহেতু আইপিএল চলাকালীন ইডেনের দায়িত্ব কেকেআরের উপরও বর্তায়, সেই কারণে নাইট কর্তৃপক্ষ বিষয়টি জোরের সঙ্গে দেখছে। সিএবির মেডিকেল চেয়ারম্যান প্রদীপ কুমার দে বলেন, ‘হ্যাঁ ঘটনাটা সত্যি। ম্যাচ চলাকালীন গ্যালারিতে কুকুরের কামড়ে ৭ জন জখম হয়েছে। তাদের প্রত্যেককেই সিএবির তরফ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই মেয়র পারিষদ দেবাশিস কুমারকে বিষয়টি জানানো হয়। আশা করা হচ্ছে, পরবর্তী ম্যাচের আগে এই সমস্যা মিটে যাবে।’
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।