PBKS, IPL 2025: সেঞ্চুরির আগে প্রীতির সঙ্গে দেখা, একটি কথাও বলতে পারেননি প্রিয়াংশ; কেন?
Watch Video: দুই কিংসের লড়াইয়ের দিন আইপিএল কেরিয়ারে প্রিয়াংশ আর্য প্রথম সেঞ্চুরি করতেই পঞ্জাবের মালকিন উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। পরে প্রিয়াংশের সাক্ষাৎকারও নেন প্রীতি। সেখানে তাঁদের কথোপকথনের এক ভিডিয়ো ক্লিপিংস নেটদুনিয়ায় ভাইরাল।

প্রীতি জিন্টার (Preity Zinta) ভুবনভোলানো, মন জুড়ানো হাসির সামনে সকলেই কুপোকাত! এমনটাই হয়েছে বছর ২৪ এর তরুণ ক্রিকেটার প্রিয়াংশ আর্যর (Priyansh Arya) সঙ্গেও। মুল্লানপুরে ৪২ বলে ১০৩ রানের ইনিংস উপহার দিয়ে লাইমলাইটে প্রিয়াংশ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রিয়াংশ ৩৯ বলে সেঞ্চুরি করেছিলেন। আইপিএলের দ্রুততম শতরানের নিরিখে তা চতুর্থ স্থানে। প্রীতির সঙ্গে প্রিয়াংশের যখন প্রথম আলাপ, সেই সময় দিল্লির ছেলে কিছু কথাই বলতে পারেননি। তিনি সেঞ্চুরি করতেই পঞ্জাবের মালকিন উচ্ছ্বাসে লাফিয়ে ওঠেন। পরে প্রিয়াংশের সাক্ষাৎকারও নেন প্রীতি। সেখানে তাঁদের কথোপকথনের এক ভিডিয়ো ক্লিপিংস নেটদুনিয়ায় ভাইরাল।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি করার আগের দিন প্রিয়াংশ আর্যর দেখা হয়েছিল পঞ্জাব কিংসের মালকিন প্রীতির সঙ্গে। সেদিন প্রীতিকে কিছু বলতে পারেননি প্রিয়াংশ। কিন্তু কেন? সেঞ্চুরির পর প্রীতির মুখোমুখি বসে তার কারণ জানিয়েছেন প্রিয়াংশ। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ঘুরছে। সেখানে প্রীতিকে বলতে শোনা যায়, ‘তোমার সঙ্গে একদিন আগে যখন দেখা হয়েছিল, তুমি একটা শব্দও বলোনি। একেবারে চুপ ছিলে। আর এ বার এত ভালো একটা ইনিংস খেললে।’ প্রীতির কথা শুনে প্রিয়াংশ বলেন, ‘যখন আমার দেখা হয়েছিল আফনার সঙ্গে, সেই সময় আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগছিল। তাই আমি কিছু বলছিলাম না। আর খেলার কথা বললে, দারুণ অনুভূতি হচ্ছে। অসাধারণ লাগছে।’
Preity G Zinta with Priyansh Arya funny interview 🤣❤️ pic.twitter.com/RDCTIfRmTZ
— CHAMPIONS CRICKETERS (@reddy_niti20985) April 12, 2025
জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামে প্রিয়াংশ আর্যকে ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কেনে পঞ্জাব। তাঁর বেস প্রাইস ছিল ৩০ লক্ষ টাকা। এ বারের আইপিএলে এখনও অবধি ৫টি ম্যাচ খেলেছেন। তাতে গুজরাট ম্যাচে ৪৭ রান করেছিলেন। এরপর লখনউ ও রাজস্থানের বিরুদ্ধে যথাক্রমে করেন ৮, ০। এরপরই ঝকঝকে সেঞ্চুরি। আর পঞ্জাবের শেষ ম্যাচে ৩৬ রান করেছিলেন। এ বার দেখার কেকেআরের বিরুদ্ধে আজ খেলার সুযোগ পেলে প্রিয়াংশ কেমন খেলেন।





