Abhimanyu Easwaran : ক্যারিবিয়ান সফরে এল না ডাক; অভিমন্যু ঈশ্বরণ বললেন, ‘হাল ছাড়ছি না’
India vs West Indies : ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট ও ওডিআই স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। তাতে জায়গা না পাওয়ায় হতাশ হয়েছেন বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। তবে একইসঙ্গে অভিমন্যু আশাবাদী, তিনি পরিশ্রম করে গেলে আরও সুযোগ আসবে।
নয়াদিল্লি : ‘আমি হাল ছাড়ছি না। ফের সুযোগ আসবে। তার জন্য নিজেকে তৈরি রাখতে চাই।’ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে (India Tour of West Indies) ডাক না পেয়েও মনের জোরে এই কথাগুলো বললেন বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছেন তিনি। যার ফলে অভিমন্যু জাতীয় দলে সুযোগ পাওয়ার স্বপ্ন দেখছিলেন। কিন্তু জুলাই মাসে হতে চলা ক্যারিবিয়ান সফরের জন্য তিনি ডাক পাননি। মুম্বইয়ের ডান হাতি ব্যাটার সরফরাজ খানও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে সুযোগ পাননি। যা নিয়ে কম আলোচনা হচ্ছে না। এই পরিস্থিতিতে অভিমন্যু জানালেন নিজের মনের অবস্থা কেমন। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের টেস্ট ও ওডিআই স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে। তাতে জায়গা না পাওয়ায় হতাশ হয়েছেন বাংলার তারকা ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ। তবে একইসঙ্গে অভিমন্যু আশাবাদী, তিনি পরিশ্রম করে গেলে আরও সুযোগ আসবে। আর তার জন্যই নিজেকে তৈরি রাখতে চান তিনি। আসলে, অভিমন্যু ঈশ্বরণ হাল ছাড়তে নারাজ।
বর্তমানে অভিমন্যু দলীপ ট্রফিতে ব্যস্ত। তিনি জানান এখন দলীপ ট্রফি তাঁর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। দলীপ ট্রফিতে ইস্ট জোনকে নেতৃত্ব দিচ্ছেন ভারত এ দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি ডাক না পাওয়ায় তাঁর পাশাপাশি পরিবারের সকলেই হতাশ হয়ে পড়েছিল।
ভারতের সিনিয়র টিমের সঙ্গে বাংলাদেশ ও ইংল্যান্ড সফরে গিয়েছিলেন অভিমন্যু। সেই সময় তিনি সিনিয়র ক্রিকেটারদের খুব কাছ থেকে অনুশীলন করতে দেখেছিলেন। তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন। অভিমন্যু জানান, বিরাট কোহলিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তিন ফর্ম্যাটের ক্রিকেটের জন্য তিনি কীভাবে প্রস্তুতি নেন। এই বার বার ফর্ম্যাট বদলে খেলার জন্য কীভাবে মানসিক প্রস্তুতি নেন তা-ও জেনেছেন বঙ্গ ক্রিকেটার। কোহলির থেকে নিজের ব্যাটিং নিয়েও টিপস পেয়েছেন অভিমন্যু। ক্রিকেট এমন খেলা যেখানে সমালোচনা হবেই। অভিমন্যু জানান, সমালোচনার সঙ্গে তিনি সমঝোতা করেন কঠোর পরিশ্রম দিয়ে। তাঁর কথায়, ‘লোকে অনেক কিছু বলে। কিন্তু আমি তাতে পাত্তা দিই না। আমার ফোকাস থাকে দলকে কী ভাবে জেতাতে পারি তাতে।’