ICC T20 World Cup 2024: আফগানদের মহাকাব্যে বিদায় নিউজিল্যান্ডের, প্রথম বার সুপার এইটে রশিদ খানরা

Afghanistan Cricket: চলতি টি-২০ বিশ্বকাপে চমক দেখাচ্ছে রশিদ খানের আফগানিস্তান। এই প্রথম বার টুর্নামেন্টের সুপার এইটে উঠল আফগানিস্তান। আর এরই মাঝে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড বিদায় নিল টুর্নামেন্ট থেকে। কিউয়িদের গ্রুপ পর্বে ২টো ম্যাচ বাকি ঠিকই। কিন্তু তাতেও লাভ হবে না।

ICC T20 World Cup 2024: আফগানদের মহাকাব্যে বিদায় নিউজিল্যান্ডের, প্রথম বার সুপার এইটে রশিদ খানরা
আফগানদের মহাকাব্যে বিদায় নিউজিল্যান্ডের, প্রথম বার সুপার এইটে রশিদ খানরা
Follow Us:
| Updated on: Jun 14, 2024 | 2:06 PM

কলকাতা: কুড়ি-বিশের বিশ্বকাপে একদিকে খুশি, তো একদিকে বিষাদের সুর। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে প্রথম বার বিশ্বকাপের সুপার এইটে পৌঁছল আফগানিস্তান (Afghanistan)। স্বাভাবিকভাবেই আফগান শিবিরে বইছে খুশির হাওয়া। আর তারই সঙ্গে টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2024) থেকে বিদায় নিল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। ফলে কিউয়ি শিবিরে বাজছে বিষাদের সুর। গ্রুপ পর্বে কিউয়িদের এখনও ২টি ম্যাচ বাকি। কিন্তু তাতেও কোনও লাভ নেই কেন উইলিয়ামসনদের। কারণ ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে ভারতের গ্রুপে পৌঁছে গেল আফগানরা।

ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আফগান ক্যাপ্টেন রশিদ খান। ১৯.৫ ওভার অবধি ম্যাচ টেনে নিয়ে যায় পাপুয়া নিউ গিনি। ৯৫ রানে শেষ মেষ অলআউট হয় আসাদ ভালার দল। পাপুয়া নিউ গিনির হয়ে সর্বাধিক রান করেন কিপলিন ডোরিগা (২৭)। আর আফগানদের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ফজলহক ফারুকি। ২টি উইকেট নেন নবীন উল হক। ১টি উইকেট নুর আহমেদের। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে আফগানিস্তানের ফিল্ডিং অসাধারণ ছিল। ৪টে উইকেট এসেছে রান আউটেই।

৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০১ রান তোলেন গুলবদিন নায়েবরা। তাঁর অপরাজিত ৪৯ রান এবং বাকিদের ছোট ছোট অবদানে জয় তুলে নেয় আফগানিস্তান। একইসঙ্গে রশিদ খানরা কোয়ালিফাই করেন সুপার এইটে। গ্রুপ পর্বে আফগানদের শেষ ম্যাচ ১৮জুন। তারপর সুপার এইটে আফগানরা ২০ জুন খেলবে ভারতের বিরুদ্ধে।