Rahmanullah Gurbaz: দিওয়ালিতে ফুটপাতবাসীদের মুখে হাসি ফুটিয়ে আফগান তারকা গুরবাজ হলেন মসিহা!
ICC World Cup 2023: ভারতের মাটিতে চলতি ওডিআই বিশ্বকাপে আফগানরা নিজেদের ছাপ রেখে গিয়েছে। ৪ ম্যাচ জিতে, ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব তারা শেষ করেছে ছয় নম্বরে। দেশে ফিরে যাওয়ার আগে এ বার মন জয় করে নিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)।

আমেদাবাদ: এ বারের মতো বিশ্বকাপ (ICC World Cup) যাত্রা শেষ হয়েছে আফগানিস্তানের। আর চলতি ওডিআই বিশ্বকাপে আফগানরা নিজেদের ছাপ রেখে গিয়েছে। ৪ ম্যাচ জিতে, ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব তারা শেষ করেছে ছয় নম্বরে। দেশে ফিরে যাওয়ার আগে এ বার মন জয় করে নিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রহমানুল্লা গুরবাজ (Rahmanullah Gurbaz)। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচ ছিল আফগানিস্তানের। সেখানেই এ বার ফুটপাতবাসীদের মুখে হাসি ফোটালেন গুরবাজ। আসলে দেশজুড়ে পালিত হচ্ছে দিওয়ালি। আলোর এই উৎসবে মাথার নীচে ছাদ না থাকা মানুষগুলোর কথা ভেবে এগিয়ে এলেন গুরবাজ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গুরবাজের কীর্তি। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আসলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আমেদাবাদে ফুটপাতবাসীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গুরবাজ। অবশ্য তিনি এ কথা নিজে ফলাও করে জানাননি। রাতের অন্ধকারে লুকিয়ে এ কাজ করেছেন। ভাইরাল ভিডিয়ো অনুযায়ী, ভোর ৩টে নাগাদ আফগান ওপেনার রহমানুল্লা গুরবাজ ফুটপাতে শুয়ে থাকা মানুষদের পাশে ৫০০ টাকার নোট রেখে যান। যে ব্যক্তির কণ্ঠস্বর ভিডিয়োতে শোনা গিয়েছে, তাঁর দাবি তিনি তাঁর বাড়ির সামনে গুরবাজকে আসতে দেখেন। এবং লুকিয়েই ভিডিয়োটি করেন।
গুরবাজ ঘুমন্ত ফুটপাতবাসীদের অবশ্য ডেকে তোলেননি। শুয়ে থাকা সকলের পাশে তিনি এক এক করে ৫০০ টাকার নোট রেখে দেন। ভিডিয়োতে দেখা যায়, এক মহিলা গুরবাজের পাশে পাশে হাঁটছেন। যাকে দেখে মনে হয় সম্ভবত তিনিও ফুটপাতেই থাকেন। হয়তো গুরবাজকে দেখে উঠে পড়েন তিনি। এবং তারপর তার পাশে পাশে হাঁটতে থাকেন।
Rahmanullah Gurbaz silently gave money to the needy people on the streets of Ahmedabad so they could celebrate Diwali.
– A beautiful gesture by Gurbaz. pic.twitter.com/6HY1TqjHg4
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
নেটিজ়েনদের মন ছুঁয়ে নিয়েছে রহমানুল্লা গুরবাজের এই ভিডিয়ো। ঘরবাড়িহীন মানুষগুলোর জন্য উৎসবের দিনে গুরবাজের দেওয়া এই ৫০০ টাকাই হাসি ফোটাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স ২০২২ সালে জেসন রয়ের বদলি হিসেবে আফগান তারকা রহমানুল্লা গুরবাজকে নিয়েছিল। সে বার অবশ্য খেলার সুযোগ পাননি তিনি। ২০২৩ সালের আইপিএলে তিনি কেকেআরের হয়ে খেলেছেন।
