5

Pakistan Cricket: শাদাব খান ছাঁটাই, নতুন ভাইস ক্যাপ্টেন, পাক টিমে ফের ডামাডোল!

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে চরম ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। বিরাট কোহলি, লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির দাপটে ৩৫০এর বেশি রান তুলেছিল রোহিত শর্মার টিম। ২৬৬ রানে হেরে গিয়েছিল পাকিস্তান। তার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। টিম নির্বাচন থেকে শুরু করে বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে এখনও তরজা চলছে। শ্রীলঙ্কার কাছে শেষ বলে হেরে ফাইনালে উঠতে পারেনি পাক টিম। তাতেই আরও বিপাকে পড়েছেন বাবররা।

Pakistan Cricket: শাদাব খান ছাঁটাই, নতুন ভাইস ক্যাপ্টেন, পাক টিমে ফের ডামাডোল!
Pakistan Cricket: শাদাব খান ছাঁটাই, নতুন ভাইস ক্যাপ্টেন, পাক টিমে ফের ডামাডোল!Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 8:06 PM

করাচি: দিন পনেরো আগেও বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলা হচ্ছিল বাবর আজমের (Babar Azam) টিমকে। কিন্তু এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে ছিটকে যাওয়ার পর সেই পাকিস্তান টিম আবার ফিরল পুরনো ছন্দে। তুমুল ঝামেলা অন্দরমহলে। সিনিয়র-জুনিয়রে ভেঙে গিয়েছে টিম। বিশ্বকাপের (World Cup 2023) ঠিক আগে রীতিমতো চাপে গ্রিন আর্মি। এতটাই যে, এক সিনিয়রকে ছেঁটে ফেলতে চলেছে টিম ম্যানেজমেন্ট। বদলিও ঠিক করে ফেলা হয়েছে। ভাইস ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে তরুণ এক ক্রিকেটারকে। কেন এত ঝামেলা পাকিস্তান টিমে? TV9Bangla Sportsএ বিস্তারিত।

ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে চরম ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। বিরাট কোহলি, লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির দাপটে ৩৫০এর বেশি রান তুলেছিল রোহিত শর্মার টিম। ২৬৬ রানে হেরে গিয়েছিল পাকিস্তান। তার পরই বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। টিম নির্বাচন থেকে শুরু করে বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে এখনও তরজা চলছে। শ্রীলঙ্কার কাছে শেষ বলে হেরে ফাইনালে উঠতে পারেনি পাক টিম। তাতেই আরও বিপাকে পড়েছেন বাবররা। সুখের সংসারে কার্যত আগুন লেগে গিয়েছে। বিশ্বকাপের ঠিক আগে এমন পরিস্থিতি যে টিমের মনোবল ও ফোকাস নষ্ট করে দিতে পারে, তা বুঝলেও উত্তাপ কমছে না। বরং ঝামেলা বাড়ছে উত্তরোত্তর।

এশিয়া কাপে শাদাব মাত্র ৩ উইকেট নিতে পেরেছিলেন। শ্রীলঙ্কার পিচ কাজেই লাগাতে পারেননি পাক স্পিনার। তাতেই নির্বাচকরা অসন্তুষ্ট হয়েছে তাঁর পারফরম্যান্সে। তাঁর বদলে আবরার আহমেদকে বিশ্বকাপের টিমে নেওয়া হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছিলেন আবরার। ৬ ম্যাচে ৩৮টা উইকেটও নিয়েছেন। কিন্তু এখনও ওয়ান ডে ম্যাচে অভিষেক হয়নি তাঁর। কিন্তু তাঁর দুরন্ত লেগস্পিনের জন্যই বিশ্বকাপের টিমে রাখা হচ্ছে আবরারকে। ইনজামাম উল হকও আবরারকে নিয়ে উচ্ছ্বসিত। শাদাবকে টিম থেকে ছেঁটে ফেলার পাশাপাশি বাবরের ডেপুটি হিসেবে বিশ্বকাপে দেখা যেতে পারে শাহিন শাহ আফ্রিদিকে। এতেই শেষ নয়, পিসিবি একেবারেই খুশি নয় ফখর জামানের পারফরম্যান্সে। পাক ওপেনার পুরো এশিয়া কাপে ব্যর্থ। একটাও হাফসেঞ্চুরি করতে পারেননি। যা চিন্তায় ফেলে দিয়েছে পাক টিম ম্যানেজমেন্টকে। অন্য দিকে আবার নাসিম শাহ চোটের কারণে হয়তো বিশ্বকাপে খেলতেই পারবেন না। হাসান আলি ও জামান খান পেসার হিসেবে টিমে ঢুকতে পারেন। একটাই ভালো খবর, হ্যারিস রউফ চোট থেকে বেরিয়ে আসছেন দ্রুত।