IND vs NZ: গম্ভীর জমানায় স্বর্ণযুগের অবসান! ১২ বছর পর দেশে টেস্ট সিরিজ হার ভারতের
ক্রিকেট বিশ্বে বার বার বলা হয়েছে, টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে হারানো কঠিন। তা পারফরম্যান্সেও প্রমাণ করেছিল ভারত। ২০১২ সালের নভেম্বরের পর ঘরের মাঠে এক, দুই নয় টানা ১৮টি টেস্ট সিরিজ জিতেছিল ভারত। এ বার কিউয়িরা ভারত সফরে এসে সব হিসেব বদলে দিল।
কলকাতা: গৌতম গম্ভীরের জমানায় লজ্জার নজির গড়ল ভারতীয় টিম। ভারতের মাটিতে টিম ইন্ডিয়া (Team India) দীর্ঘ ১২ বছর পর কোনও টেস্ট সিরিজ হারল। ২০১২ সাল থেকে টানা দেশের মাটিতে টেস্ট সিরিজে জয়ের ধারা বজায় ছিল ভারতের। সেখানে ছেদ ঘটাল কিউয়িরা। ক্রিকেট বিশ্বে বার বার বলা হয়েছে, টিম ইন্ডিয়াকে ভারতের মাটিতে হারানো কঠিন। তা পারফরম্যান্সেও প্রমাণ করেছিল ভারত। ২০১২ সালের নভেম্বরের পর ঘরের মাঠে এক, দুই নয় টানা ১৮টি টেস্ট সিরিজ জিতেছিল ভারত।
বেঙ্গালুরুর পর পুনেতেও কিউয়িদের দাপট দেখা গেল। সিরিজের দ্বিতীয় টেস্টে ৩৫৯ রানের টার্গেট ছিল ভারতের কাছে। সেখানে ১১৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেললেন টম ল্যাথামরা। পুনে টেস্ট একটা সময় যেন পরিণত হয়েছিল মিচেল স্যান্টনার বনাম ভারতীয় টিম। মোট ১৩টি উইকেট সকলকে পিছনে ফেলে দেন কিউয়ি স্পিনার। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
এই প্রথম বার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল কিউয়িরা। এই জয়ের সুবাদে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে চার নম্বরে উঠল নিউজিল্যান্ড ক্রিকেট টিম। এই সিরিজ ভারত হারলেও পয়েন্ট টেবলের শীর্ষস্থান ধরে রেখেছে। হ্যাঁ, কিন্তু পয়েন্ট কাটা গিয়েছে। ২০০০ সাল থেকে ধরলে এই নিয়ে চতুর্থ বার দেশের মাটিতে টেস্ট সিরিজে হারল ভারতীয় টিম।
ভারত-নিউজিল্যান্ড ৩ টেস্টের সিরিজের শেষ ম্যাচ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এ বার দেখার এই সিরিজে নিউজিল্যান্ড ভারতকে হোয়াইটওয়াশ করে নাকি নিয়মরক্ষার ম্যাচ জিতে WTC পয়েন্ট টেবলে অবস্থা ভালো করতে পারে ভারত।