কলকাতা: চেজমাস্টার বিরাট কোহলির (Virat Kohli) আরও একটা দুরন্ত ইনিংসের সাক্ষী হল ক্রিকেট বিশ্ব। পাকিস্তানকে সামনে পেলেই কোহলির ব্যাটে যেন আগুন জ্বলে ওঠে। আরও একবার তা প্রমাণিত হল। মরুশহরে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। যে সময় বাউন্ডারিতে বল পাঠিয়ে কোহলির শতরান পূরণ হল, সেই সময় পাকিস্তানে সেলিব্রেশনও শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
ওডিআইতে ৫১তম সেঞ্চুরি করতে কোহলি নেন ১১১টি বল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে বিরাটের ঝুলিতে সেঞ্চুরি ছিল না। রবিবার সেই বক্সেও টিক দিয়ে ফেলেছেন কিং কোহলি। দুবাইতে সেঞ্চুরি করে তৃপ্তির হাসি যখন ফোটে বিরাটের মুখে, সেই সময় প্রতিপক্ষ পাকিস্তানের ক্রিকেটারদের মুখ হয়ে যায় থমথমে। তবে পাকিস্তানে ছবিটা ছিল খানিক অন্যরকম।
কোহলির অনুরাগীরা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। পাকিস্তানেও তাঁর ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। যে কারণে তাঁর সেঞ্চুরি পূর্ণ হতেই পাকিস্তানে থাকা তাঁর অনুরাগীরা সেলিব্রেশনে মেতে ওঠেন। সেই ভিডিয়োই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। বিরাটের সেঞ্চুরি ও ভারতের জয় পাকিস্তানকে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। কিন্তু তা যেন ঘুণাক্ষরেও টের পাচ্ছিলেন না পাকিস্তানে থাকা বিরাট কোহলির ভক্তরা। নিজের দেশের অবস্থা যে মিনি বিশ্বকাপে খারাপ, তা ভুলে কিং কোহলির সেঞ্চুরির আনন্দে আত্মহারা হন তাঁরা।
CELEBRATION IN PAKISTAN FOR VIRAT KOHLI’S HUNDRED. 🤯pic.twitter.com/WOkDj8d8nN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2025
গত কয়েকদিন ধরে বিরাট কোহলির ফর্ম নিয়ে বহু সমালোচনা হচ্ছিল। মুখে নয়, এ বার ব্যাটে সকল সমালোচনার জবাব দিলেন বিরাট।