কলকাতা: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এ বার খেতাব আসুক ভারতে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা করছেন সেই প্রার্থনা। দেশের মাটিতে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজে হারিয়ে শনিবার দুবাই রওনা দিয়েছিল মেন ইন ব্লু। ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাতে সেখানে পৌঁছে যান বিরাট-রোহিতরা। বোর্ডের পক্ষ থেকে শনিবার গভীর রাতে একটি ২ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, টিমের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা পৌঁছে গিয়েছেন দুবাইতে। এরই মাঝে জানা গিয়েছে, দুবাই পৌঁছেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিশেষ প্ল্যানিং করেছে মেন ইন ব্লু।
কী সেই প্ল্যানিং? বোর্ডের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে, আজ রবিবার আইসিসি অ্যাকাডেমিতে দুপুর ২.৩০ নাগাদ ভারতীয় টিমের প্রথম প্র্যাক্টিস সেশন রয়েছে। সেখানে এও জানানো হয়েছে যে, ভারতীয় টিমের পক্ষ থেকে আজ কোনও প্রেস কনফারেন্স রাখা হয়নি। প্রথমত ভাবা হয়েছিল, মুম্বই থেকে দুবাই পৌঁছে যাওয়ার পর প্রথম দিন বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। যেহেতু দুবাই থেকে মুম্বইয়ে বিমানে যাওয়ার ক্ষেত্রে টিমের ক্রিকেটারদের কোনও সমস্যা হয়নি এবং দেরিও হয়নি তাই কোনও বিশ্রামের দিন রাখা হয়নি।
📍 Touchdown Dubai! 🛬#TeamIndia have arrived for #ChampionsTrophy 🏆 2025 😎 pic.twitter.com/obWYScvOmw
— BCCI (@BCCI) February 15, 2025
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অতীতে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। এ বার তৃতীয় খেতাবের লক্ষ্যে ঝাঁপাবে ভারতীয় টিম। ৮ টিমের এই টুর্নামেন্টে এ বার প্রতিটি দলই চাইবে খেতাব ছিনিয়ে নিতে। সেখানে কী ভাবে বাকিদের মাত দিয়ে গৌতম গম্ভীরের টিম চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেয়, সেদিকে সকলের নজর থাকবে বেশি।